স্পোর্টস ডেস্ক:: এমনিতেই হেরেছে দল। দিল্লীর কাছে হেরে যাওয়া ম্যচ শেষে রাজস্থানের অধিনায়ক সঞ্জু স্যামসনকে পেতে হলো শাস্তি। আউট হয়ে আম্পায়ারের সাথে তর্কে জড়ানোর জন্য ম্যাচ রেফারি শাস্তি দিয়েছেন ভারতীয় এই ক্রিকেটারকে।
মঙ্গলবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ক্রিকেটে মুখোমুখি হয় দিল্লী ও রাজস্থান। ২০রানে সঞ্জুর দলকে হারিয়েছে দলটি। দিল্লীর বিরুদ্ধে মুকেশ কুমারের বলে আউট হন সঞ্জু। বাউন্ডারি লাইনে শাই হোপের ক্যাচে পরিণত হন তিনি। এসময় হোপের পা বাউন্ডারির দড়ির খুব কাছে ছিল। বিভিন্ন কোণ দিয়ে দেখেও বোঝা যায়নি বাউন্ডারি লাইনে পা লেগেছে কি না।
বেশ কয়েকবার টিভি রিপ্লে দেখে আম্পায়ারেরা সঞ্জুকে আউট দেওয়ার সিদ্ধান্ত নেন। কিন্তুু রাজস্থানের অধিনায়ক সেই সিদ্ধান্তে খুশি হতে পারেননি। আম্পায়ারদের সঙ্গে তর্ক করতে থাকেন। দাবি করেন, হোপের পা দড়িতে লেগেছে।
ম্যাচের পরপরই ম্যাচ রেফারির কাছে অভিযোগ দেন আম্পায়াররা। লেভেল ওয়ান পর্যায়ের অপরাধের জন্য সঞ্জুকে শাস্তি দেন ম্যাচ রেফারি। জানিয়ে দেন ম্যাচ ফি’র ৩০ শতাংশ জরিমানা দিতে হবে এই ক্রিকেটারকে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post