নিজস্ব প্রতিবেদকঃ আক্রমণাত্মক ব্যাটিং-সামর্থ্যের কারণেই পারভেজ হোসেন ইমনকে বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফির দলে রাখা হয়েছে বলে জানান প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। আজ ঘোষিত চ্যাম্পিয়ন্স ট্রফির দলে ওপেনার লিটন দাসের জায়গা হয় নি। অফ ফর্মের কারণে নেই তিনি। তার জায়গায় সুযোগ পেলেন ইমন। কিন্তু কেন?
বিসিবি প্রধান নির্বাচক লিপু বলেন, ‘তাঁর (পারভেজের) হয়তো বড় ধরনের কোনো অবদান নেই। তবে আমাদের যেটা মনে হয়েছে, আমরা যেটা খুঁজছি, তা হলো পাওয়ার প্লেতে আক্রমণাত্মক ব্যাটিং। নির্বাচক কমিটি সাধারণত এসবে (কাকে খেলাবে) হস্তক্ষেপ করে না। কোচ ও অধিনায়ক মূলত সিদ্ধান্ত নেন। কখনো কখনো আমরা আলোচনায় নির্দিষ্ট কোনো খেলোয়াড়কে নিয়ে আলোচনা করি। তানজিদের যে অ্যাপ্রোচ, সেটার সঙ্গে মিল রেখে একজনকে খুঁজেছি। তাই আমরা নতুন একজনকে (পারভেজকে) সুযোগ দিয়েছি।’
চ্যাম্পিয়ন্স ট্রফির বাংলাদেশ স্কোয়াড: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মেহেদী হাসান মিরাজ, তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, পারভেজ হোসেন ইমন, মুশফিকুর রহিম, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ, জাকের আলি অনিক, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব, নাহিদ রানা, মুস্তাফিজুর রহমান।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০০০