স্পোর্টস ডেস্কঃ মাহেন্দ্র সিং ধোনির বয়স এখন ৪২। এই বয়সেও দারুণ খেলে যাচ্ছেন আইপিএলের মতো বিশ্ব সেরা লিগে। সোমবার রাতে শেষ হওয়া ষোড়শ আসরে তিনি চেন্নাই সুপার কিংসকে আরেকবার জিতিয়েছেন শিরোপা। গতরাতে গুজরাট টাইটান্সের বিপক্ষে ৫ উইকেটে জিতে পঞ্চম শিরোপা উৎসব করেছে ধোনির দল।
এই আসরে শেষ দিকে ব্যাটিংয়ে নেমে দ্রুত রান তোলার দায়িত্বে বেশ সফল ছিলেন ধোনি। ১৮৫.৭২ স্ট্রাইক রেট-এ ব্যাট করেছেন তিনি। ছন্দে থাকলেও তাঁকে নিয়ে উঠছে অবসরের গুঞ্জন। তবে ভক্তদের জন্য আগামী আইপিএলে খেলবেন সাবেক ভারতীয় অধিনায়ক! চেন্নাইকে পঞ্চম শিরোপা জিতিয়ে ধোনি পুরস্কার বিতরণী মঞ্চে ইঙ্গিত দেন ভক্তদের জন্যই আরেক আসর খেলার।
ধোনি বলেন, ‘অবসর ঘোষণা করার জন্য এটাই সেরা সময়। এখন সবচেয়ে সহজ হচ্ছে সবাইকে ধন্যবাদ দিয়ে অবসর নেওয়া। কিন্তু কঠিন কাজটা হচ্ছে, আগামী নয় মাস কঠোর পরিশ্রম করে আরেকটা মৌসুম খেলার চেষ্টা করা। যে ভালোবাসা আমি চেন্নাইয়ের সমর্থকদের কাছ থেকে পেয়েছি, আরও এক মৌসুম খেললে তাদের জন্য আমার পক্ষ থেকে একটা উপহার দেওয়া হবে।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post