স্পোর্টস ডেস্কঃ আগামী বিশ্বকাপ খেলবেন না সাতবারের ব্যালন ডি’অর জয়ী তারকা লিওনেল মেসি। আজ বেইজিংয়ে সংবাদ সম্মেলনে এমনটাই বলেছেন বিশ্বকাপজয়ী এই ফরোয়ার্ড। ২০২৬ সালের বিশ্বকাপে তিনি দলের সাথে থাকতে চান, তবে খেলবেন না বলে জানিয়েছেন।
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে এই মুহূর্তে এশিয়া সফরে আছে আর্জেন্টিনা দল। অধিনায়ক হিসেবে মেসিও আছেন দলের সঙ্গে। বৃহস্পতিবার (১৫ জুন) বেইজিংয়ের ওয়ার্কাস স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে কোপা আমেরিকা ও বিশ্ব চ্যাম্পিয়নরা।
সকারুজদের বিপক্ষে মাঠে নামার আগে মেসি জানিয়ে দিলেন, ২০২৬ বিশ্বকাপে খেলার কোনো ইচ্ছাই নেই তার। মেসি বলেন, ‘আমার মনে হয় না (বিশ্বকাপ আর খেলতে দেখা যাবে), ওটাই (কাতার বিশ্বকাপ) আমার শেষ বিশ্বকাপ ছিল। আমি দেখতে চাই সবকিছু কেমন যাচ্ছে, কিন্তু সিদ্ধান্ত সেটাই থাকছে, আমি আগামী বিশ্বকাপে খেলতে যাচ্ছি না।’
২০২৬ সালে আমেরিকা, কানাডা ও মেক্সিকোতে বসবে পরবর্তী বিশ্বকাপ। ততদিনে মেসির বয়স হবে ৩৯। এই বয়সে যে কোনো খেলোয়াড়ের জন্যই বিশ্ব আসরে প্রতিনিধিত্ব করা কঠিন। মেসিও বাস্তবতা জানেন। তিনি বলছেন, ‘অপ্রাপ্তি হয়ে থাকা বিশ্বকাপ অর্জনের পর আমার ক্যারিয়ার নিয়ে আমি সন্তুষ্ট এবং কৃতজ্ঞ। এটি আমার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আমি মনে করি এটি ছিল (২০২২ কাতার বিশ্বকাপ) আমার শেষ বিশ্বকাপ।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post