স্পোর্টস ডেস্কঃ আগামী মৌসুমেও রিয়াল মাদ্রিদে থাকতে চান কার্লো আনচেলত্তি। তাকে ক্লাবের দায়িত্ব থেকে চাকরিচ্যুত না করলে তার নিজে থেকে চুক্তি শেষ হওয়ার আগে দায়িত্ব ছেড়ে দেয়ার কোনো ইচ্ছাই নেই। ক্লাবটির সঙ্গে আনচেলত্তির ২০২৪ সাল পর্যন্ত চুক্তি আছে।
নিজের ইচ্ছের কথা সংবাদ সম্মেলনে বলেছেন আনচেলত্তি, ‘আমি মনে করি আরো কিছুদিন এখানে থাকবো। এ ব্যাপারে আমি চুপচাপ আছি। এই মুহূর্তে চুক্তি নবায়নের বিষয় নিয়ে ভাবছি না, সময়মতো সব হবে। এখন শুধুমাত্র ম্যাচ জয়ের দিকে মনোযোগী হতে চাই।’
‘মৌসুমের এই সময়ে আমি লিগে আট পয়েন্টে এগিয়ে থাকতে চেয়েছি, স্প্যানিশ সুপার কাপ জিততে চেয়েছি, অ্যানফিল্ডে ৫-০ গোলে জিততে চেয়েছি। অর্থাৎ এটা বলাই যায় আমরা এখনো আশাবাদী হতে পারিনি। আসলে মজা করেই একথাগুলো বলা। আমি মনে করি আমরা ভালই খেলছি। জানুয়ারিতে কিছুটা ভুলের কারণে ছয় পয়েন্ট নষ্ট হয়েছে। কিন্তু সেটা কাটিয়ে ওঠার মত সক্ষমতা আমাদের আছে।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post