নিজস্ব প্রতিবেদক:: সিলেট জেলা স্টেডিয়ামে বাংলাদেশ ও সিশেলস ম্যাচ শুরুর আগে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার পৌনে ৪টায় সিলেট জেলা স্টেডিয়ামে বাংলাদেশ ও সিশেলসের দ্বিতীয় আন্তর্জাতিক প্রীতি ম্যাচটি শুরু হবে।
দুই দলের ফুটবলাররা আড়াইটার দিকেই ম্যাচ ভেন্যু সিলেট জেলা স্টেডিয়ামে পৌঁছান। মাঠে যখন ফুটলাররা ওয়ার্মআপ করছিলেন তখনি ক্রীড়া ভবনের নিচ তলায় অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
মাঠে থাকা ফায়ার সার্ভিসের গাড়ী দ্রুত আগুন নিয়ন্ত্রণ আনে। তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। বাংলাদেশ ও সিশেলসের ফুটবলাররা নিরাপদ আছেন। যথা সময়েই শুরু হবে ম্যাচ।
জানা গেছে, শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। ক্রীড়া সংস্থার কর্মকর্তারা জানিয়েছেন, আতঙ্কিত হওয়ার কিছু নেই। আগুন নিয়ন্ত্রণে এসেছে দ্রুত। নির্ধারিত সময়েই শুরু হবে বাংলাদেশ ও সিশেলসের ম্যাচটি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post