স্পোর্টস ডেস্কঃ যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচে ১০ উইকেটের দাপুটে জয়ে হোয়াইটওয়াশের লজ্জা এড়িয়েছে বাংলাদেশ দল। তবে প্রথম দুই ম্যাচ হেরে সিরিজ ঠিকই খুইয়েছে টাইগাররা। এমন হারের পেছনে, অনুশীলন সুবিধা, কন্ডিশন, মাঠের অবস্থাসহ অনেক কিছুকেই দায়ী করেছিল বাংলাদেশ। তবে শেষ ম্যাচ জয়ের অন্যতম নায়ক তানজিদ তামিম জানালেন ভিন্ন কথা।
ফিফটি হাঁকিয়ে অপরাজিত থেকে দলকে জেতানো তামিম জানিয়েছেন, আগের দুই ম্যাচে পরিকল্পনা বাস্তবায়ন করতে পারেননি বলেই হার দেখতে হয়েছে তাদেরকে। এই দুই ম্যাচে হারের পেছনে কারণও ব্যাখ্যা করেছেন তিনি। একইসাথে জানিয়েছেন তৃতীয় টি-টোয়েন্টিতে সব পরিকল্পনা কাজে লাগাতে পারার ফলেই ম্যাচ জিততে পেরেছে বাংলাদেশ দল।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তামিম বলেন, ‘ম্যাচ হারের পেছনে ভ্রমণক্লান্তি বা বেশি খেলা, এমনটা কিছু ছিল না। আমরা যথেষ্ট বিশ্রাম পেয়েছি। অনুশীলনের সুবিধাও ভালোভাবে কাজে লাগাতে পেরেছি এবং প্রস্তুতি নিতে পেরেছি। তবে প্রথম দুই ম্যাচে আমরা আমাদের পরিকল্পনা কাজে লাগাতে পারিনি। আজকের ম্যাচে প্রত্যেক জায়গায় পরিকল্পনা কাজে লাগাতে পেরেছি। আগের দুই ম্যাচে পরিকল্পনা কাজে না লাগানোয় হেরেছি।’
তামিম আরও বলেন, ‘প্রথম ম্যাচে ৪ ওভারে ৫৪ (মূলত ৫৫) রান লাগত, সেখানে আমাদের বোলাররা ব্যর্থ হয়েছে। আমাদের যে বোলিং করা উচিৎ ছিল, আমরা তা করতে পারিনি। পরের ম্যাচে আমাদের কম বলে কম রান দরকার ছিল, কিন্তু আমরা উইকেট হারিয়েছি। সব মিলিয়ে আমাদের দলের যে পরিকল্পনা ছিল, যেভাবে খেলা উচিৎ ছিল, আমরা কেউই তা খেলতে পারিনি। এজন্যই দুই ম্যাচে আমরা হেরেছি।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post