নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) বুধবার মুখোমুখি হয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স এবং ঢাকা ডমিনেটরস। দুপুর ১.৩০ মিনিটে শুরু হবে ম্যাচটি। ইতোমধ্যেই অনুষ্ঠিত হয়েছে টস। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ঢাকার অধিনায়ক নাসির হোসেন। অর্থাৎ ব্যাটিংয়ে নামবে ইমরুল কায়েসের কুমিল্লা।
আসরে মাত্র এক জয় নিয়ে টেবিলের তলানিতে থাকা ঢাকা ঘুরে দাঁড়াতে চায় এ ম্যাচে। অন্যদিকে চট্টগ্রামে টানা তৃতীয় জয়ের হাতছানি কুমিল্লার সামনে। সবশেষ ম্যাচে তারা হারিয়েছে উড়তে থাকা সিলেট স্ট্রাইকার্সকে। ঢাকা পর্বটা জয় দিয়ে শুরু করেছিল স্বাগতিক ঢাকা। কিন্তু এরপর আর জয়ের মুখ দেখেনি নাসির হোসেনের দল।
৪ ম্যাচে ১ জয় আর ৩ হারে পয়েন্ট টেবিলের একেবারে তলানিতে এখন ঢাকা। টিকে থাকতে একরকম লড়াই করে যাচ্ছে তারা। এবার তাদের সামনে প্রতিপক্ষ কুমিল্লা। ৫ ম্যাচে ৩ হার আর ২ জয় নিয়ে কুমিল্লা আছে টেবিলের চারে।
কুমিল্লা ভিক্টোরিয়ান্স একাদশ: লিটন দাস, মোহাম্মদ রিজওয়ান, ইমরুল কায়েস (অধিনায়ক), জনসন চার্লস, খুশদিল শাহ, জাকের আলী, মোসাদ্দেক হোসেন, হাসান আলী, তানভীর ইসলাম, আবু হায়দার রনি ও মুকিদুল ইসলাম।
ঢাকা ডমিনেটরস একাদশ: সৌম্য সরকার, আহমেদ শেহজাদ, রবিন দাস, মোহাম্মদ মিঠুন (ডাব্লু), নাসির হোসেন (অধিনায়ক), আরিফুল হক, মোহাম্মদ ইমরান রনধাওয়া, জুবায়ের হোসেন, আমির হামজা, তাসকিন আহমেদ ও মুক্তার আলী।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/১১০
Discussion about this post