স্পোর্টস ডেস্কঃ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দিনের একমাত্র ম্যাচে মুখোমুখি লড়াইয়ে নেমেছে সানরাইজার্স হায়দ্রাবাদ ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। হায়দ্রাবাদের ঘরের মাঠে ম্যাচটি শুরু হয়েছে রাত ৮টায়। এর আগে সেই ম্যাচের টস হয়েছে ইতিমধ্যে।
আর টস জিতেছেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর অধিনায়ক ফাফ ডু প্লেসিস। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। যার ফলে আগে ব্যাটিং করতে নামছে এইডেন মার্করামের নেতৃত্বাধীন সানরাইজার্স হায়দ্রাবাদ।
এখন পর্যন্ত ১২ ম্যাচ খেলে ৪ জয় ও ৮ হারে ৮ পয়েন্ট নিয়ে দশ দলের মধ্যে টেবিলের একেবারে তলানিতে অবস্থান হায়দ্রাবাদ। প্লে-অফের দৌড়ের আশা শেষ। এখন কেবল মান বাঁচানোর লড়াই।
অপরদিকে টেবিলের ৫ নম্বরে থাকা ব্যাঙ্গালোর প্লে-অফের দৌড়ে টিকে আছে। দলটিও এখন পর্যন্ত ১২ ম্যাচ খেলেছে। সমান ৬ জয় ও ৬ হারে ১২ পয়েন্ট তাদের নামের পাশে। এই ম্যাচে জয় নিয়ে প্লে-অফের দৌড়ে এগিয়ে চায় দলটি।
সানরাইজার্স হায়দ্রাবাদ একাদশ
এইডেন মার্করাম (অধিনায়ক), রাহুল ত্রিপাঠি, অভিষেক শর্মা, হেনরিখ ক্লাসেন, হ্যারি ব্রুক, গ্লেন ফিলিপস, আব্দুল সামাদ, ভুবনেশ্বর কুমার, নীতিশ কুমার রেড্ডি, মৈয়াঙ্ক ডাগর ও কার্তিক ত্যাগী।
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর একাদশ
ফাফ ডু প্লেসিস (অধিনায়ক), বিরাট কোহলি, অনূজ রাওয়াত, মহিপাল লমরর, গ্লেন ম্যাক্সওয়েল, মাইকেল ব্রেসওয়েল, শাহবাজ আহমেদ, হার্ষাল প্যাটেল, মোহাম্মদ সিরাজ, ওয়েন পারনেল ও কর্ণ শর্মা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post