স্পোর্টস ডেস্কঃ বিশ্বকাপে আজ মাঠে নামছে নিউজিল্যান্ড ও আফগানিস্তান। চেন্নাইয়ে বুধবার টস জিতে কিউইদের ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছে আফগানরা। দিবারাত্রির ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বেলা আড়াইটায়।
গত ম্যাচে ইংল্যান্ডকে মাটিতে নামিয়ে আনার পর এবার আফগানিস্তানের সামনে চ্যালেঞ্জ নিউজিল্যান্ড। ব্যাটে বলে ইংল্যান্ডকে হারানোর সুখস্মৃতি সঙ্গী করে আরও একটা জায়ান্টকিলার বধের স্বপ্ন বুনছে যুদ্ধ বিধ্বস্ত দেশটি। তবে যে দলের সঙ্গে এবার মুখোমুখি হচ্ছে আফগানরা তারা বিশ্বকাপে রয়েছে দুর্দান্ত ফর্মে।
বিশ্বকাপের প্রথম দুই ম্যাচ ইংল্যান্ড এবং নেদারল্যান্ডসকে সহজেই হারানোর পর বাংলাদেশকেও হেসে-খেলেই হারিয়েছে নিউজিল্যান্ড। ফলে আফগানদের বিপক্ষেও ম্যাচটা তাদের জন্য তেমন কঠিন হওয়ার কথা নয়। তবে এই ম্যাচে খেলছেন না নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসন। চোটের কারণে ছিটকে গেছেন তিনি। তাঁর জায়গায় একাদশে এসেছেন উইল ইয়াং।
আফগানিস্তান একাদশ: হাশমতউল্লাহ শাহিদি (অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, রহমত শাহ, নাজিবউল্লাহ জাদরান, মোহাম্মদ নবি, আজমতউল্লাহ ওমরজাই, রশিদ খান, মুজিব উর রহমান, ফজলহাক ফারুকি, নাভিন-উল-হক।
নিউজিল্যান্ড একাদশ: ডেভন কনওয়ে, উইল ইয়ং, রাচিন রবীন্দ্র, ড্যারিল মিচেল, টম ল্যাথাম (অধিনায়ক), গ্লেন ফিলিপস, মার্ক চ্যাপম্যান, মিচেল স্যান্টনার, ম্যাট হেনরি, লকি ফার্গুসন, ট্রেন্ট বোল্ট।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post