স্পোর্টস ডেস্কঃ বাঁচা-মরার ম্যাচে মাঠে নামছে পাকিস্তান দল। টি-টোয়েন্টি বিশ্বকাপে। গ্রুপ পর্বে নিজেদের তৃতীয় ম্যাচে কানাডার বিপক্ষে খেলতে নামছেন বাবর আজমরা। ম্যাচটি নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় শুরু হবে। এর আগে ইতিমধ্যেই ম্যাচের টস অনুষ্ঠিত হয়ে গেছে।
আর সেই টস জিতেছেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। যার ফলে আগে ব্যাট করতে নামবে সাদ বিন জাফরের নেতৃত্বাধীন কানাডা দল।
দুই দলই নিজেদের একাদশে একটি করে পরিবর্তন এনেছে। পাকিস্তানের একাদশ থেকে বাদ পড়েছেন ইফতিখার আহমেদ, তার পরিবর্তে এসেছেন সাইম আইয়ূব। এদিকে কানাডার একাদশ থেকে বাদ পড়েছেন দিলপ্রীত বাজওয়া। তার পরিবর্তে একাদশে এসেছেন রবীন্দরপাল সিং।
ইতিমধ্যেই টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে যুক্তরাষ্ট্রের কাছে অঘটনের শিকার হয়েছে পাকিস্তান। এরপর ভারতের বিপক্ষে নিশ্চিত জয়ের ম্যাচে ৬ রানে হেরে এখন আসর থেকে বিদায়ের শঙ্কায় গেলবারের রানার্স-আপরা। এবার তাই বিশ্বকাপে টিকে থাকার লড়াই পাকিস্তানের।
এদিকে টেস্ট খেলুড়ে দেশ ও তুলনামূলক শক্তিশালী আয়ারল্যান্ডকে হারিয়ে অঘটনের জন্ম দেওয়া কানাডা ফুরফুরে মেজাজে মাঠে নামছে। দলটির সুপার এইটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই বিপর্যস্ত অবস্থানে থাকা পাকিস্তানের দুর্বলতার সুযোগ নিয়ে অঘটন ঘটাতে পারলেই সুপার এইটের সম্ভাবনা উজ্জ্বল হবে আইসিসির সহযোগী দেশটির।
পাকিস্তান একাদশ
বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান, সাইম আইয়ূব, ফখর জামান, উসমান খান, শাদাব খান, ইমাদ ওয়াসিম, শাহীন আফ্রিদি, নাসিম শাহ, হারিস রউফ ও মোহাম্মদ আমির।
কানাডা একাদশ
সাদ বিন জাফর (অধিনায়ক), অ্যারন জনসন, নভনীত দালিওয়াল, পার্গত সিং, রবীন্দরপাল সিং, নিকোলাস কীর্তন, শ্রেয়াস মোভা, ডিলন হেইলিগার, কলিম সানা, জুনাইদ সিদ্দিক ও জেরেমি গর্ডন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post