স্পোর্টস ডেস্ক:: আঙুলের চোটের জন্য আফগান সিরিজের টেস্ট থেকে বাদ পড়া সাকিব আল হাসান অনুশীলনে ফিরেছেন। বৃহস্পতিবার আঙুলের এক্সরে করার পরপরই ফিটনেস অনুশীলন শুরু করেন তিনি।
বিসিবির মেডিকেল বিভাগের তত্ত্বাবধানে সাকিবের আঙুলের চিকিৎসা চলছে। বোর্ডের প্রধান চিকিৎসব দেবাশীষ চৌধুরী বৃহস্পতিবার আঙুলের এক্সরে করার পর সাংবাদিকদের বলেন, আমি এক্স-রে দেখেছি। দেখে মনে হয়েছে ঠিক আছে। আমরা আশাবাদী ওয়ানডে সিরিজ থেকে সে খেলতে পারবে।’
এদিকে সোমবার দেশে আসা সাকিব আল হাসান বৃহস্পিতবার ফিটনেস অনুশীল করেছেন মিরপুরের হোম অব ক্রিকেটে। তার আগে অবশ্য আধঘন্টার মতো হোম অব ক্রিকেটের জিমে জিম করেছেন। এরপর ২০ মিনিটের মতো সময় রানিংও করেছেন।
বোর্ডের চিকিৎসব দেবাশীষ চৌধুরী জানিয়েছেন, আঙুলের এক্স দেখার পর তাকে ফিটনেস অনুশীলনের জন্য প্রস্তুুতি নিতে বলা হয়েছে। তিনি সাংবাদিকদের বলেন, ‘আগে তো ফিটনেস ঠিক করতে হবে। সেটিই মূল চ্যালেঞ্জ। আর ভাঙা আঙুল নিয়ে খুব একটা সমস্যা হবে না। খুব সাধারণ ফ্র্যাকচার ছিল ওটা। দু-এক দিনের মধ্যেই পুনর্বাসন প্রক্রিয়া শুরু করে দেব।’
ইংল্যান্ডে আয়ারল্যান্ড সিরিজে আঙুলের চোটে পড়েন সাকিব। এরপর সেখান থেকেই চলে যান যুক্তরাষ্ট্রে পরিবারের কাছে। স্ত্রী, ছেলে-মেয়েদেরকে সঙ্গে দারুণ সময় কাটিয়ে অনেকটা আড়ালেই সোমবার দেশে ফিরেন।বুধবার মিপুরে আসেন তিনি। তবে অনুশীলন করেননি। বৃহস্পতিবার থেকেই শুরু করলেন অনুশীলন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post