স্পোর্টস ডেস্ক:: ইংলিশ প্রিমিয়ার লিগে রাতে ম্যানচেস্টার সিটি মাঠে নামলেও খেলা হবে না আর্লিং হল্যান্ডের। সিটি তারকা চোট থেকে এখনো সেরে উঠেননি। জানুয়ারি মাসের শেষ সপ্তাহ পর্যন্ত মাঠে নামার সুযোগ নেই তার।
ফেব্রুয়ারি থেকে হল্যান্ড মাঠে ফিরতে পারবেন। ফলে আজ রাতে প্রিমিয়ার লিগে নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে একাদশে থাকছেন না হল্যান্ড। এনিয়ে টানা নয় ম্যাচ একাদশের বাইরে থাকলেন সিটি তারকা।
প্রিমিয়ার লিগের ম্যাচে গত বছরের ডিসেম্বরে চোট পেয়ে ছিলেন হল্যান্ড। অ্যাস্টন ভিলার বিপক্ষে ম্যাচে পায়ের ইনজুরিতে পড়েন তিনি। এরপর থেকই পুর্নবাসন প্রক্রিয়ায় আছেন এই তারকা। অনশীলনেও ফিরতে পারেননি তিনি।
শুধু আজকের ম্যাচই নয়, চোটের কারণে আগামি দুই ম্যাচও মিস করবেন তিনি। ২৬ জানুয়ারি এফএ কাপের চতুর্থ রাউন্ডে সিটির প্রতিপক্ষ টটেনহ্যাম হটস্পার, ৩১ জানুয়ারি লিগ খেলায় অ্যাওয়ে ম্যাচে প্রতিপক্ষ বার্নলি। এই দুই ম্যাচেও মাঠে নামা হবে এ তারকার।
ফেব্রুয়ারিতে হল্যান্ড মাঠে ফিরবেন এমনটা জানিয়ে সিটির ম্যানেজার গার্দিওলা বলেন, ‘এটা হাড়। এর জন্য (ঠিক হতে) সময়ের প্রয়োজন। এটা (হাড়) ঠিক আছে, কিন্তু ডাক্তাররা এক সপ্তাহের জন্য খেলা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন এবং সম্ভবত আবুধাবিতে খেলা শুরু করতে পারবে। আশা করি, সে এই মাসের শেষে প্রস্তুত হবে। যদিও শুরুর দিকে আমরা আরও আগে মাঠে ফেরার প্রত্যাশা করেছিলাম।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post