নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলতি আসরে প্রথম সেঞ্চুরি হাঁকালেন আজম খান। খুলনা টাইগার্সের এই পাকিস্তানি ব্যাটার সোমবার চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে ৯ চার ও ৮ ছক্কায় মাঠ মাতিয়ে পেয়েছেন স্বীকৃতি টি-টোয়েন্টিতে প্রথম সেঞ্চুরি।
আজ ৫৮ বলে ১০৯ রানের অপরাজিত ইনিংস খেলেছেন আজম। এর আগে স্বীকৃত টি-টোয়েন্টি তার সর্বোচ্চ রান ছিল ৮৮। তবে চট্টগ্রামের বিপক্ষে অধরা সেঞ্চুরির স্বাদ পূরণ করলেন সাবেক পাকিস্তানি তারকা মইন খানের ছেলে আজম। মৃত্যঞ্জয় চৌধুরীর করা শেষ ওভারের পঞ্চম বলে ছক্কা হাঁকিয়ে তিন অংকে পৌঁছান তিনি।
৩৩ বলে হাফ সেঞ্চুরি করার পর আজম ব্যক্তিগত ১০০-তে পৌঁছাতে খেলেছেন মোট ৫৭ বল। অর্থ্যাৎ পরের ফিফটি করতে খেলেছেন মাত্র ২৪ বলে। সবমিলিয়ে এটা বিপিএলের ২৬তম সেঞ্চুরি। পাকিস্তানি ব্যাটারদের মধ্যে বিপিএলে সবার আগে সেঞ্চুরি করেছিলেন আহমেদ শেহজাদ। ২০১২ সালে বিপিএলের প্রথম আসরেই সেঞ্চুরি করেছিলেন তিনি।
আজমের সেঞ্চুরির দিনে খুলনার ওপেনার তামিম ইকবাল ৩৭ বলে খেলেছেন ৪০ রানের ইনিংস। সেখানে প্রথম রান পেতে তাকে খেলতে হয়েছিল ১০ বল! এছাড়া সাব্বির রহমান ১০ রান করেন। বাকিরা নিজেদের হারিয়ে খুঁজেছেন। চট্টগ্রামের পেসার আবু জায়েদ রাহি ২টি উইকেট নিয়েছেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post