স্পোর্টস ডেস্ক:: একটি ভুলের জন্য কত খেসারত দিতে হয়েছে তাকে। আজীবনের জন্য অধিনায়কত্ব থেকে নিষিদ্ধ হতে হয়েছিলো ডেভিড ওয়ার্নারকে। অস্ট্রেলিয়া দলের সাবেক অধিনায়ক নেতৃত্ব আর ফিরে পাননি। বিদায় জানিয়েছেন আন্তর্জাতিক ক্রিকেটকে। তবুও ঘরোয়া ক্রিকেটে ওয়ার্নার বেশ গুরুত্বপূর্ণ, তার নেতৃত্বও দারুণ কার্যকরী।
অবশেষে ক্রিকেট অস্ট্রেলিয়া আজীবনের নিষেধাজ্ঞা থেকে মুক্তি দিয়েছে এই তারকাকে। এখন থেকে তিনি নেতৃত্বও দিতে পারবেন নিজ দলকে। ২০১৮ সাল বল টেম্পারং কাণ্ডে জড়িয়ে শাস্তি পেয়ে ছিলেন ওযার্নার। সব ধরণের ক্রিকেটে এক বছরের নিষেধাজ্ঞার সঙ্গে শাস্তি ছিলো আজীবন নেতৃত্ব হারানোর। এক বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে দলে ফিরেন। অস্ট্রেলিয়ার জার্সিতে খেলেন। কিন্তুু অধিনায়কত্ব পার ফিরে পাননি।
একটা সময় জাতীয় দলের জার্সিতে তিন ফরম্যাট থেকেই অবসর নেন। তবে ঘরোয়া ক্রিকেটে খেলে যাচ্ছেন। কিন্তুু নিষেধাজ্ঞা থাকায় অধিনায়কত্ব করতে পারছিলেন না বিগ ব্যাশের মতো আসরগুলো। অবশেষে ক্রিকেট অস্ট্রেলিয়া সেই নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। সাড়ে ৬ বছর পরই মুক্তির স্বাদ পেলেন এই ওপেনার। ৩৭ বছর বয়সী ওয়ার্নার এই নিষেধাজ্ঞা তুলে নিতে নিয়ম অনুযায়ী তিন সদস্যের একটি প্যানেলের সামনে মূল রায়ের শর্তাবলি সংশোধন করার জন্য ওয়ায়ার্নারের আবেদন উপস্থাপন করেন। প্যানেলটি সবকিছু পর্যালোচনা করে দেখতে পেয়েছে, শাস্তি পাওয়ার পর থেকে ওয়ার্নার ‘সম্মানজনক ও অনুশোচনাপূর্ণ’ আচরণ করেছেন।
নিষেধাজ্ঞার এই সময়টায় শাস্তি থেকে বাঁচার জন্য আরোপিত সব ধরনের মানদণ্ড পূরণ করেছেন এবং অপরাধমূলক কর্মকাণ্ডের দায় স্বীকার করেছেন। তিন সদস্যের প্যানেল সর্বসম্মতভাবে ওয়ার্নারের ওপর থেকে আজীবন নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়। নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় বিগ ব্যাশে দলকে নেতৃত্ব দিতে পারবেন তিনি।
বিগ ব্যাশের আগামী আসরে সিডনি থান্ডার্সের হয়ে খেলবেন তিনি। এ ব্যাপারে অস্ট্রেলিয়া ক্রিকেটের প্রধান নির্বাহী নিক হকলি বলেছেন, ‘ডেভিড ওয়ার্নারের ওপর নিষেধাজ্ঞার শাস্তি পর্যালোচনা করার সিদ্ধান্তে আমি খুশি। সে এই মৌসুমেই অধিনায়কের পদ ফিরে পাওয়ার জন্য বিবেচিত হবে।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০