স্পোর্টস ডেস্ক:: ভারতের ক্রিকেট ঈশ্বরখ্যাত ‘কিংবদন্তী’ ক্রিকেটার শচীন টেন্ডুলকার আজীবন সম্মাননা পেয়েছেন। ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই সাবেক এই ক্রিকেটারকে এই সম্মানে ভূষিত করেছে। শনিবার মুম্বাইয়ে শচীনে কর্নেল সিকে নাইডু আজীবন সম্মাননা দেয় বিসিসিআই।
ভারতীয় ক্রিকেটের বার্ষিক পুরস্কার অনুষ্ঠানে পুরুষ ক্যাটাগরিতে ২০২৩-২৪ মৌসুমে সেরা আন্তর্জাতিক ক্রিকেটার হিসেবে পলি উমরিগড় পুরস্কার জিতেছে জাসপ্রিত বুমরাহ। স্মৃতি মান্ধানা নারীদের ক্যাটাগরিতে পেয়েছেন এই পুরস্কার। ২০২৩-২০২৪ মৌসুমে মেয়েদের ওয়ানডেতে সর্বোচ্চ রান করার পুরস্কারও পেয়েছেন ভারতীয় এই নারী ক্রিকেটার।
ভারতের ইতিহাসে ৩১তম ক্রিকেটার হিসেবে আজীবন সম্মাননা পেয়েছেন টেন্ডুলকার। বিসিসিআই ১৯৯৪ সাল থেকে ভারতের প্রথম অধিনায়ক সিকে নাইডুর নামে পুরস্কারটি নিয়মিত দিচ্ছে। দেশটির ক্রিকেটে এই পুরস্কার বিশেষ সম্মানের। ১৯৮৯ সালে ভারতীয় দলে অভিষেক হয় টেন্ডুলকারের। জীবনের প্রথম ম্যাচটি তিনি খেলেছিলেন চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে। মাত্র ১৬ বছর বয়সে ক্যারিয়ার শুরু করা কিংবদন্তি এই ব্যাটার অবসর নেন ২০১৩ সালে।
দুই দশকেরও বেশি সময়ের ক্যারিয়ারে ম্যান ইন ব্লুজদের হয়ে ২০০ টেস্ট ও ৪৬৩টি ওয়ানডে খেলেছেন টেন্ডুলকার। এই দুই ফরম্যাটে তার বেশি ম্যাচ খেলার রেকর্ড নেই বিশ্বের আর কোনো ক্রিকেটারের। দুটি সংস্করণে ব্যক্তিগত সর্বোচ্চ রানের রেকর্ডও টেন্ডুলকারের।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০