স্পোর্টস ডেস্ক:: ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে আজ বাংলাদেশ দল মালদ্বীপের মুখোমুখি হবে। চলতি বছরে শেষ আন্তর্জাতিক ম্যাচ হিসেবে বাংলাদেশ দল মালদ্বীপের বিপক্ষে দুই ম্যাচের আন্তর্জাতিক প্রীতি সিরিজ খেলছে। বসুন্ধরা কিংস অ্যারেনায় ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৬টায়।
বাংলাদেশ দল এমন সময় ম্যাচটি খেলতে যাচ্ছে, যখন জাতীয নারী দল সাফ চ্যাম্পিয়ন হয়েছে। বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দলও সাফের শিরেপা জিতে ঘরে ফিরেছে। দুই দলের এমন সাফল্যের পর আজ ঘরের মাঠে মালদ্বীপের বিপক্ষে বাংলাদেশ কেমন করবে সেটি নিয়েই চলছে আলোচনা।
সিরিজের দ্বিতীয় ম্যাচটি শনিবার রাজধানীর বসুন্ধরা কিংস অ্যারেনায় অনুষ্ঠিত হবে গত বছর অক্টোবরে বিশ্বকাপ বাছাইয়ের প্রথম রাউন্ডের পর মালদ্বীপের বিপক্ষে প্রথম খেলতে নামছে বাংলাদেশ দল। ম্যাচের আগের দিন কোচ-অধিনায়কের জানিয়েছেন তারা জয়ের জন্যই মাঠে নামবেন।
বাংলাদেশের নিয়মিত অধিনায়ক জামাল ভুঁইয়া নেই এই সিরিজে। কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা জামালকে রাখেননি মালদ্বীপের বিপক্ষে এই দুই ম্যাচের জন্য। ফলে বাংলাদেশ দলের অধিনায়কত্বের দায়িত্ব পেয়েছেন ডিফেন্ডার তপু বর্মন।
মঙ্গলবার ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে বাংলাদেশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা বলেছেন, ‘আমাদের ভালো প্রস্তুতি হয়েছে। আমরা একটি প্রস্তুতি ম্যাচ খেলেছিলাম ফর্টিস এফসির বিপক্ষে। মালদ্বীপের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচ দুটির বিপক্ষে খেলার জন্য আমরা পুরোপুরি প্রস্তুত। সত্যি বলতে কি, এই দুই ম্যাচের জন্য খেলোয়াড়রা রোমাঞ্চিত। সবাই আত্মবিশ্বাসী। ম্যাচ দুটি জয়ের জন্য সবাই সেরাটা দিতে প্রস্তুত।’
দলের ওপর বিশ্বাস আছে জানিয়ে সংবাদ সম্মেলনে অধিনায়ক তপু বলেন, ‘আমাদের প্রস্তুতি ভালো। ম্যাচ দুটি আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আমাদের কী করতে হবে, তা সবাই জানি। কোচ সবই বলে দিয়েছেন। এখন মাঠে আমাদের প্রমাণ করতে হবে। আমরা যে টেকনিক নিয়ে যে কাজ করেছি, সেটা মাঠে প্রয়োগ করতে হবে। দলের সবার ওপর আমার বিশ্বাস আছে। আমরা দুটি ম্যাচ খেলেছি ফর্টিসের বিপক্ষে। আসলে ফর্টিসের বিপক্ষে রেজাল্ট কী হয়েছে তা নয়, কোচ আমাদের সঙ্গে আলোচনা করেছে আমরা কেমন খেলেছি তা নিয়ে।’
বছরের শেষটা ভালো করতে চান জানিয়ে তপু বর্মন আরো বলেন, ‘আমি প্রথমে নারী ফুটবল দল ও অনূর্ধ্ব-২০ দলকে অভিনন্দন জানাই। আমাদেরও এই দুই ম্যাচে ভালো করতে হবে। আমাদের চোখ আগামী বছর অনুষ্ঠিতব্য এশিয়ান কাপের বাছাইয়ে। সেখানে ভালো করতে হবে। এই ম্যাচ দুটি এই বছরের শেষ। আমরা শেষটা ভালো করতে চাই। শেষ ভালো যার, সব ভালো তার।’
এসএনপিস্পোটসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০