স্পোর্টস ডেস্ক:: আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হচ্ছে আজ। শারজাহতে বিকেল ৪টায় বাংলাদেশ মুখোমুখি হবে আফগানিস্তানের। তবে এই ম্যাচে বাঁহাতি স্পিনার সংকটে পড়ছে বাংলাদেশ। আফগান দলে টপ অর্ডারের বেশির ভাগই ব্যাটসম্যানই ডানহাতি। অথচ বাংলাদেশ দলে বাঁহাতি স্পিনার নেই একজনও।
আফগানিস্তান সিরিজের জন্য দলে বাঁহাতি স্পিনার হিসেবে ডাকা হয়ে নাসুম আহমদকে। সংযুক্ত আরব-আমিরাতে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওযানডে সিরিজের দলে সুযোগ পান সিলেটের এই বাঁহাতি স্পিনার। গত বছর ওয়ানডে বিশ্বকাপে শেষ ম্যাচ খেলেছিলেন তিনি।
বিশ্বকাপ চলাকালে কোচের শারীরিক নির্যাতনের শিকার হয়ে দল থেকে বাদ পড়েন নাসুম। এরপর হাথুরুসিংহে থাকা অবস্থায় আর দলে ফেরার সুযেগ পাননি। লঙ্কান কোচের বিদায়ের পরপরই ওয়ানডে দলে ফিরেছেন তিনি। তবে ভিসা জঠীলতায় এখনো দলের সঙ্গে যোগ দিতে পারেননি তিনি। বিকেলে বাংলাদেশ দল মাঠে নামলেও নাসুমের খেলা তাই অনিশ্চিত।
ডানহাতি ব্যাটসম্যানে ভরপুর আফগানিস্তানের বিপক্ষে তাই বাংলাদেশকে বাঁহাতি স্পিনার ছাড়াই খেলতে হবে। নাসুমের সঙ্গে দুবাইয়ের ভিসা জঠীলতায় পড়েছেন পেসার নাহিদ রানাও। তিনিও দলের সঙ্গে যোগ দিতে পারেননি। সিরিজ শুরুর আগে এনিয়ে কিছুটা চিন্তিত বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। জানিয়েছেন, এই দু’জন দলের সঙ্গে থাকলে ভাল হতো।
নাসুম ও নাহিদ রানা দলের সঙ্গে যোগ দিতে না পারায় অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেন, ‘সব ঠিকভাবে চললে দলের জন্য ভালো হতো। কিন্তু এসব তো আমাদের নিয়ন্ত্রণের বাইরে। আমাদের যে সামর্থ্য আছে, শক্তি আছে, সেটা কাজে লাগানোই আমাদের কাছে গুরুত্বপূর্ণ।’
আফগানের বিপক্ষে বাংলাদেশ অধিনায়ক নাজমুল রান চেয়েছেন টপ অর্ডারের কাছ থেকে। তিনি বলেন, ‘যেকোনো সংস্করণে শুরুটা গুরুত্বপূর্ণ। যাঁরা টপ অর্ডারে ব্যাট করে, তাঁরা চাপ নিয়ে খেলুন, সেটা চাই না। আমি চাই, তাঁরা উপভোগ করুন। সামর্থ্য অনুযায়ী দলের জন্যই খেলুন। ওয়ানডেতে আমরা অতীতে ভালো করেছি। হ্যাঁ, আফগানিস্তান অবশ্যই ভালো দল। তবে আমাদের যে দল আছে, শক্তি অনুসারে খেলতে পারলে অবশ্যই ভালো হবে।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০