স্পোর্টস ডেস্কঃ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বক্সিং ডে টেস্টে দারুণ এক সেঞ্চুরি হাঁকিয়েছেন লোকেশ রাহুল। দলের বাকিরা যখন ব্যর্থ হচ্ছিলেন, রান পাননি, বিপদের মুখে তখন ইনিংস আগলে দাঁড়ান রাহুল। ১০১ রানের ইনিংস খেলে দলকে প্রথম ইনিংসে ২৪৫ রানের সম্মানজনক পুঁজি এনে দিতে সহায়তা করেন তিনি।
এমন ইনিংসের পর স্বাভাবিকভাবেই প্রশংসার জোয়ারে ভাসছেন রাহুল। সাম্প্রতিক সময়ে বাকি ফরম্যাটগুলোতেও রান পাচ্ছেন। তবে এর কঠিন সময় পার করে এসেছেন তিনি। ইনজুরিতে ছিলেন, ফর্ম নিয়ে সমস্যা হচ্ছিল। সেসময় সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে নিয়ে ট্রল করা হয়েছে, স্বাভাবিকভাবেই এটি প্রভাবিত করেছে রাহুলকে। তবে বুঝতে পেরে এগুলো থেকে দূরে সরে গেছেন তিনি। এগুলো থেকে বের হওয়ার জন্য পারফরম্যান্সকেই সেরা উপায় বেঁছে নিয়েছেন তিনি।
রাহুল বলেন, ‘আজ সেঞ্চুরি করেছি, তাই মানুষ অনেক প্রশংসা করবে। ৩/৪ মাস আগে সবাই আমাকে গালাগালি দিয়েছে। এটা খেলার অংশ। তবে বলতে পারব না এটা আপনাকে প্রভাবিত করে না, প্রভাবিত করে। বুঝতে পেরে যত দ্রুত আপনি এসব থেকে দূরে থাকবেন, তত আপনার খেলার জন্য ভালো, আপনার মানসিকতা ভালো থাকবে।’
রাহুল আরও বলেন, ‘খেলাধুলায় আপনি যদি জনসাধারণের নজরে থাকেন, তবে আপনার পারফরম্যান্সই একমাত্র উপায় যেটা আপনাকে নেতিবাচক মন্তব্য থেকে দূরে রাখতে পারে। আমি যেটা করার চেষ্টা করি সেটা হলো, আমার খেলা এবং পারফরম্যান্সের উপর ফোকাস ঠিক করা। আপনি যতই এই জিনিসগুলি থেকে দূরে থাকবেন ততই ভালো।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post