নিজস্ব প্রতিবেদক:: ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডের একাদশে বাংলাদেশ একাদশে নিয়েছেন আট ব্যাটসম্যানকে। তিন স্পেশালিস্ট বোলারের সঙ্গে আছেন অলরাউন্ডার মেহদী হাসান মিরাজও। একাদশে সুযোগ পেয়েছেন স্পিনার তাইজুল ইসলাম।
অভিজ্ঞ ব্যাটার মাহমুদউল্লাহ রিয়াদও আছেন একাদশে। সফরকারী ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে আগে ব্যাটিংয়ে নামছে বাংলাদেশ। টাইগার অধিনায়ক তামিম ইকবাল টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন।
একাদশে দুই পেসার নিয়েছে টাইগাররা। মুস্তাফিজের সঙ্গে আছেন তাসকিন আহমদ। শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুপুর ১২টায় শুরু হবে ম্যাচটি। সিরিজে দ্বিতীয় ম্যাচটি ৩ মার্চ অনুষ্টিত হবে মিরপুরে। শেষ ম্যাচটি হবে সাগরিকায়।
বাংলাদেশ একাদশ:: তামিম ইকবাল, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমদ, তাইজুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post