স্পোর্টস ডেস্কঃ আগের দুই টেস্টে মাত্র তিন দিনেই ম্যাচ জিতে নিয়েছে ভারত। এবার প্রতিশোধ নিল অস্ট্রেলিয়া। আড়াই দিনও হয়নি সিরিজের তৃতীয় টেস্ট। দুই দিন যাওয়ার পর তৃতীয় দিন সকালে মাত্র এক ঘন্টা হতেই খেলা শেষ। অস্ট্রেলিয়া ম্যাচ জিতে নিয়েছে ৯ উইকেটের বিশাল ব্যবধানে। বল হাতে ছড়ি ঘুরিয়ে ম্যাচ সেরা নাথান লায়ন।
সিরিজে জেতার সম্ভাবনা নেই, তবে সমতার আশা বাঁচিয়ে রাখলো দলটি। বর্তমানে ২-১ ব্যবধানে পিছিয়ে আছে সফরকারীরা।
আগের দিনই প্রায় নিশ্চিত হয়ে গিয়েছিল ম্যাচে জিততে যাচ্ছে অজিরা। দ্বিতীয় দিনের শেষ বিকেলে নিজেদের দ্বিতীয় ইনিংসে মাত্র ১৬৩ রানে অলআউট হয়ে পড়ে ভারত। ম্যাচের চতুর্থ ও অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসে লক্ষ্য দাঁড়ায় মাত্র ৭৬ রান। আর সেই লক্ষ্য ১৮.৫ ওভারেই ৯ উইকেট হাতে রেখে টপকে যায় অস্ট্রেলিয়া।
ইনিংসের দ্বিতীয় বলেই ডাক মেরে ফিরে যান ফর্মে থাকা উসমান খাজা। তবে এরপর আর কোনো উইকেট হারাতে দেননি ট্রেভিস হেড ও মার্নাস ল্যাবুশানে। দুজনে মিলে ৭৮ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে দলকে জয়ের বন্দরে পৌঁছাতে সহায়তা করেন। ৫৩ বলে ৬ বাউন্ডারি ও ১ ছক্কায় ৪৯ রান করে অপরাজিত থাকেন হেড। অপরদিকে ৬ বাউন্ডারিতে ২৮ রান করে অপরাজিত থাকেন ল্যাবুশানে।
ভারতের হয়ে একমাত্র উইকেটটি শিকার করেন রবিচন্দ্রন অশ্বিন।
এর আগে ম্যাচের প্রথম ইনিংসে মাত্র ১০৯ রানে অলআউট হয়ে পড়ে ভারত। অস্ট্রেলিয়ার হয়ে ম্যাথিউ কুহনেম্যান ৫টি ও নাথান লায়ন ৩ উইকেট শিকার করেন। জবাবে নিজেদের প্রথম ইনিংসে ১৯৭ রানে অলআউট হয় অস্ট্রেলিয়া। রবীন্দ্র জাদেজা ৪টি ও অশ্বিন এবং উমেশ যাদব ৩টি করে উইকেট লাভ করেন।
নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ভারত অলআউট হয়ে পড়ে ১৬৩ রানে। অস্ট্রেলিয়ার হয়ে একাই ৮ উইকেট শিকার করেন নাথান লায়ন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post