স্পোর্টস ডেস্কঃ আগামী মাসের শুরুতেই মাঠে গড়াচ্ছে জিম্বাবুয়ে সিরিজ। বিশ্বকাপের আগে গুরুত্বপূর্ণ এই সিরিজকে সামনে রেখে ১৭ ক্রিকেটারকে নিয়ে বিশেষ ক্যাম্পের আয়োজন করেছে বিসিবি। যেখানে নাম নেই দুই তারকা ক্রিকেটার সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমানের। ফিট থাকার পরও কেন তাদের রাখা হলো না এই ক্যাম্পে?
আগামী ৩ মে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে মাঠে গড়াবে জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টি। অথচ সেই সময়ে শেখ জামালের হয়ে ডিপিএলের সুপার লিগে খেলবেন সাকিব। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ রেখে ডিপিএলে কেন খেলবেন সাকিব, তাও আবার টি-টোয়েন্টি বিশ্বকাপ দোরগোড়ায় রেখে? -এমন প্রশ্ন তাই মুখে মুখে। যা কানে গেছে সাকিবেরও। তাই যুক্তরাষ্ট্রের একটি অনুষ্ঠানে এই বিষয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন সাকিব।
সাকিব বলেছেন, ‘জিম্বাবুয়ে সিরিজে অবশ্যই খেলব। দেশে হয়তো এ নিয়ে একটা কনফিউশন (দ্বিধা) চলছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এটা নিয়ে কথা চলছে যে আমি জিম্বাবুয়ে সিরিজে শুরু থেকে খেলব না, ডিপিএল খেলব…আসলে কোচ, অধিনায়ক সবার সঙ্গে আগে কথা বলে রেখেছিলাম। কোচ বলেছিলেন দুটো ম্যাচ খেললেই হবে। এরপর অধিনায়ক ও নির্বাচকদের সঙ্গে কথা বলি, তারা বলেছে দুটো না তিনটা ম্যাচ খেলো, তাহলে আমাদের জন্য ভালো হয়। আমি বলেছি সমস্যা নেই। এটাই সিদ্ধান্ত হয়েছে, যেটা নিয়ে দেশে এত কনফিউশন দেখতে পাচ্ছি। খুবই অবান্তর আলোচনা।’
এদিকে গত টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকেই বাংলাদেশ দল যাচ্ছে পরিবর্তনের মধ্য দিয়ে। সময়ের সঙ্গে দলের পারফরম্যান্সেও আছে উন্নতির ছাপ। সবশেষ শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ হারলেও দারুণ লড়াই করেছে টাইগাররা। জুনে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে কন্ডিশনের সঙ্গে মিল আছে বাংলাদেশের। এই টুর্নামেন্টে টাইগারদের কতটুকু সম্ভাবানা দেখছেন সাকিব? তিনি বলেন, ‘বিশ্বকাপ পাওয়ার মতো অবস্থায় আসছি কি না, এটা বলাটা একটু মুশকিল। তবে টি-টোয়েন্টিতে যে কেউ যে কাউকে হারাতে পারে, বড় ছোট দল নেই। আমাদের বিশ্বাসটা দরকার, ওই বিশ্বাসটা নিয়ে যদি খেলতে পারি, আমরা ভালো করব। বলছি না, ট্রফি জিততে পারব কি পারব না। তবে আমাদের ভালো কিছুর সম্ভাবনা আছে।’
জিম্বাবুয়ে সিরিজের প্রস্তুতি ক্যাম্প– নাজমুল হোসেন শান্ত, লিটন কুমার দাস, তানজিদ হাসান তামিম, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, মেহেদী হাসান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, পারভেজ হোসেন ইমন, তানভির ইসলাম, আফিফ হোসেন, হাসান মাহমুদ, মোহাম্মদ সাইফউদ্দিন ও সৌম্য সরকার।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post