স্পোর্টস ডেস্কঃ পাকিস্তানের নারী দলের সাবেক অধিনায়ক বিসমাহ মারুফ বৃহস্পতিবার ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছেন। এক সংবাদ সম্মেলনে নিজের অবসরের কথা জানান বিসমাহ। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) বিবৃতিতে খবরটি নিশ্চিত করেছে। এর মধ্য দিয়ে ১৮ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের সমাপ্তি টানলেন বিসমাহ।
বৃহস্পতিবার এক বিবৃতি দিয়ে বিসমাহ বলেন, ‘আমি যে খেলাটিকে সবচেয়ে বেশি ভালোবাসি তা থেকে অবসর নেয়ার সিদ্ধান্ত নিয়েছি। এটি আমার জন্য একটি অবিশ্বাস্য যাত্রা ছিল, চ্যালেঞ্জ, বিজয় এবং অবিস্মরণীয় অনেক স্মৃতিতে ভরা।’
অবসরের ঘোষণার পর নিজের পরিবারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ এবং পিসিবিকে ধন্যবাদও জানিয়েছেন বিসমাহ। তিনি বলেন, ‘আমি আমার পরিবারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই, যারা আমার ক্রিকেট যাত্রায় শুরু থেকে এখন পর্যন্ত আমাকে সমর্থন করেছে। আমাকে বিশ্বাস করার জন্য এবং আমার প্রতিভা প্রদর্শনের জন্য প্ল্যাটফর্ম দেয়ার জন্য আমি পাকিস্তান ক্রিকেট বোর্ডকেও ধন্যবাদ জানাতে চাই।’
পাকিস্তানের হয়ে ২০০৬ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষিক্ত বিসমাহ দেশের হয়ে রেকর্ড ২৭৬টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। ৩২ বছর বয়সী এই স্পিন অলরাউন্ডার ৮০টি উইকেট নেওয়ার পাশাপাশি ৬২৬২ আন্তর্জাতিক রান করেছেন। সেঞ্চুরি না পেলেও ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে ৩৩টি ফিফটি পেয়েছেন বিসমাহ।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post