স্পোর্টস ডেস্কঃ দক্ষিণ আফ্রিকায় জন্ম নিলেও, ইংল্যান্ডের হয়ে খেলছেন টম কারান। তার ভাই স্যাম কারান, যিনি কিছুদিন আগেই বিশ্বকাপে টুর্নামেন্ট সেরা হয়েছেন, এরপর আইপিএলের নিলামে ঝড় তুলেছিলেন। রেকর্ড সাড়ে ১৮ কোটি রুপিতে তাকে দলে নিয়েছে পাঞ্জাব কিংস। অবশ্য টম কারান দল পাননি। সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক ক্রিকেটেও নেই তিনি। এই ডানহাতি অলরাউন্ডার এখন খেলতে যাচ্ছেন ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টি (আইএল টি-টোয়েন্টি)। ডেজার্ট ভাইপার্সের হয়ে খেলতে ইতিমধ্যেই দুবাইয়ে পৌঁছেছেন।
দুবাইয়ে পা রেখেই এক সাক্ষাৎকারে কারান জানান নিজের প্রস্তুতির কথা। নিজ জন্মভূমি দক্ষিণ আফ্রিকায় এসএ টোয়েন্টি না খেলে কেন আইএল টি-টোয়েন্টি খেলতে এসেছেন, সেই কারণও ব্যাখ্যা করেন। এছাড়া টুর্নামেন্ট ও দল নিয়ে নিজের অভিমত ব্যক্ত করেন। কথা বলেন আন্তর্জাতিক ক্রিকেট নিয়ে। এছাড়া ছোট ভাই স্যামের সাফল্য নিয়েও কথা বলেন।
টম কারান বলেন, ‘ক্রিসমাসে বেশ কিছুদিন বিশ্রামে ছিলাম। পুরো ট্রেনিং করেছি ইংল্যান্ডের ইনডোরে, তাই আমি মনে করি টুর্নামেন্টের সপ্তাহখানেক আগে এখানে এসে ভালোই করেছি। আমি তাড়াহুড়ো করছি না। আমার প্রস্তুতিটা ধীরেসুস্থে নিতে চাই।’
এই টুর্নামেন্টে খেলার সিদ্ধান্ত নেওয়ার কারণ সম্পর্কে কারান বলেন, ‘কয়েকটি কারণ আছে। মুডস (টম মুডি, ডেজার্ট ভাইপার্স ডিরেক্টর অব ক্রিকেট) অন্যতম। এছাড়া জেমস ফস্টার, যার সঙ্গে আমি আগেও কাজ করেছি এবং তার কাজের ধরন আমি খুব ভালোবাসি। তার অধীনে খেলা হবে দারুণ।’
দীর্ঘদিন আন্তর্জাতিক ক্রিকেটে না থাকা ও ছোট ভাই স্যাম প্রসঙ্গে কারান বলেন, ‘ফিরতে পারলে (আন্তর্জাতিক ক্রিকেটে) আমার ভালো লাগতো। কিন্তু সেদিকে আমার মনোযোগ নেই আপাতত। আমি এই মুহূর্তে খেলায় ফিরতে চাই এবং আমার জীবনটা উপভোগ করতে চাই। আর স্যাম এটার (সাফল্যের) দাবি রাখে, তার চমৎকার কয়েকটি বছর কেটেছে। যে পুরস্কার, স্বীকৃতি, অর্থ পাচ্ছে সেটা তার প্রাপ্য।’
ডেজার্ট ভাইপার্স দল নিয়ে কারানের ভাষ্য, ‘এটা প্রথম (আইএল টি-টোয়েটি) আসর, তাই আমার তেমন প্রত্যাশা নেই। তবে আমি মনে করি আমরা শক্তিমালী দল পেয়েছি। আশা করি আমরা টুর্নামেন্ট ভালোভাবে শুরু করতে পারবো এবং শেষ পর্যন্ত ট্রফি উঁচিয়ে ধরাই লক্ষ্য থাকবে। আর ব্যক্তিগতভাবে, ছুটি কাটিয়ে ফুরফুরে মেজাজে ফিরে টুর্নামেন্টে ভালো কিছু করতে চাই।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post