স্পোর্টস ডেস্কঃ পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয়টিতে দাপুটে জয় পেয়েছে পাকিস্তান। শনিবার নিউজিল্যান্ডের বিপক্ষে ৭ উইকেটে জিতেছে বাবর আজমের দল। রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে আগে ব্যাট করতে নামা কিউইরা শাহিন আফ্রিদি-মোহাম্মদ আমিরদের বোলিং তোপে মাত্র ৯০ রানে অলআউট হয়।
রান তাড়ায় ৩৪ বলে ৪৫ রান করে দলের জয় সঙ্গে নিয়ে ফেরেন রিজওয়ান। ১ ছক্কা ও ৪টি চারে সাজানো ইনিংসের পথে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দ্রুততম ৩ হাজার রানের রেকর্ড গড়েন তিনি। তিন হাজার থেকে ৩৯ রান কম নিয়ে ম্যাচটি খেলতে নামা রিজওয়ান পাকিস্তানের হয়ে ৭৯ ইনিংসে স্পর্শ করেন এই মাইলফলক। এতদিন যৌথভাবে রেকর্ডটি ছিল তার সতীর্থ বাবর ও ভারতের তারকা ব্যাটসম্যান বিরাট কোহলির। তিন হাজার রান করতে এই দুজনের লেগেছিল ৮১ ইনিংস।
নিউজিল্যান্ডের পক্ষে সর্বোচ্চ ১৯ রান আসে মার্ক চ্যাপম্যানের ব্যাট থেকে। এছাড়া কোল ম্যাকঞ্চি ১৫, ডিন ফক্সক্রফট ১৩ ও টিম সেইফার্ট ১২ রান করেন। দুটি করে উইকেট শিকার করেন মোহাম্মদ আমির, আবরার আহমেদ ও শাদাব খান। পাকিস্তানকে জয়ের মঞ্চ গড়ে দেন আফ্রিদি। মাত্র ১৩ রান দিয়ে ৩ উইকেট নেওয়া এই পেসার জেতেন ম্যাচ সেরার পুরস্কার। জবাব দিতে নেমে পাকিস্তান লক্ষ্যে পৌঁছানোর আগে ৩ উইকেট হারিয়ে ফেলে। সাইম আইয়ুব ৪, বাবর ১৪ ও উসমান খান ৭ রান করে বিদায় নিলেও রিজওয়ান-ইরফান খান দেখেশুনে জয়ের বন্দরে নিয়ে যান দলকে। তাদের ব্যাটে ভর করে ৪৭ বল ও ৭ উইকেট হাতে রেখে জয় নিশ্চিত করে পাকিস্তান। ১৮ বল খেলে ১৮ রান করে অপরাজিত থাকেন ইরফান খান।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post