স্পোর্টস ডেস্কঃ ইউরোর ফাইনালের পর আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়ে দিয়েছেন অভিজ্ঞ ফরোয়ার্ড টমাস মুলার। জার্মানির হয়ে ২০১৪ বিশ্বকাপজয়ী মুলার আজ ভিডিও বার্তায় এ ঘোষণা দেন। তিনি বলেন, ‘জাতীয় দলের হয়ে ১৩১ ম্যাচে ৪৫ গোল করার পর আমি বিদায় জানাচ্ছি।’
ঘরের মাটিতে আয়োজিত ইউরোয় স্পেনের কাছে শেষ আটে হেরে বিদায় নেয় জার্মানি। এরপর থেকে মুলারের অবসর গুঞ্জন উড়ছিল। তবে সোমবার এই ফরোয়ার্ড নিজেই দিলেন আন্তর্জাতিক ফুটবল থেকে সরে যাওয়ার ঘোষণা। আজ ভিডিও বার্তায় মুলার বলেন, ‘১৪ বছর আগে জার্মানির হয়ে প্রথম আন্তর্জাতিক ম্যাচটি খেলার সময় এসব কোনো কিছুর স্বপ্ন দেখিনি। দেশের হয়ে খেলতে সব সময়ই গর্ব বোধ করেছি। আমরা একসঙ্গে উপভোগ করেছি, দুঃখও ভাগ করেছি।’
১৪ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে মুলারের অর্জন কম নয়। ২০১৪ সালে জামানির বিশ্বকাপ জয়ী দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তিনি। জার্মানির হয়ে তিনি ম্যাচ খেলেছেন দেশটির ইতিহাসের তৃতীয় সর্বোচ্চ ১৩১ ম্যাচ। গোল করেছেন ৪৫টি। ২০১০ সালে নিজের অভিষেক বিশ্বকাপেই আলো ছড়ান মুলার। জেতেন গোল্ডেন বুট সেরা তরুণ খেলোয়াড়ের খেতাব। সেবার জার্মানি তৃতীয় স্থান অর্জন করেছিল। এদিকে জাতীয় দল ছাড়লেও বায়ার্নের হয়ে খেলা চালিয়ে যাবেন তিনি। বায়ার্নের সঙ্গে তাঁর চুক্তির মেয়াদ ২০২৫ সাল পর্যন্ত।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post