স্পোর্টস ডেস্কঃ মাত্র ২৯ বছর বয়সেই আন্তর্জাতিক ফুটবল ছাড়লেন বিশ্বকাপজয়ী তারকা রাফায়েল ভারানে।২০১৮ সালের বিশ্বকাপ জয়ী এই ডিফেন্ডার জাতীয় দলের হয়ে মোট ৯৩টি ম্যাচ খেলেছেন। দেশের হয়ে তিনি আরও জিতেছেন ২০২০-২১ উয়েফা নেশন্স লিগ শিরোপা।
ইনস্টাগ্রামে এক পোস্ট দিয়ে বিদায়ের ঘোষণায় তিনি বলেছেন, ‘এক যুগ মহান দেশের প্রতিনিধিত্ব করতে পারা জীবনের সবচেয়ে সম্মানের বিষয়। কয়েক মাস ধরে চিন্তা ভাবনার পরে মনে হয়েছে যে, জাতীয় দল থেকে সরে যাওয়ার এটাই সেরা সময়। তোমাদের সঙ্গে (সতীর্থ) কাটানো সময় অবশ্যই মিস করবো।’
ভারানে আরও বলেন, তরুণদের এখন সময় হয়েছে জাতীয় দলের হাল ধরার; ‘তবে এটাও ঠিক, এটা নতুন প্রজন্মের কাঁধে দায়িত্ব দেওয়ার সময়। হৃদয় থেকে সকলকে ধন্যবাদ।’ ভারানের সিদ্ধান্তের বিষয়ে ফ্রান্স কোচ দিদিয়ের দেশম জানান, চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে তার সঙ্গে আলাপ করেছিলেন রিয়াল মাদ্রিদের সাবেক এই খেলোয়াড়।
ভারানে বলেন, ‘কিছুদিন আগে রাফায়েল আমাকে ফোন দিয়েছিল। এটা জানাতে যে, সে আন্তর্জাতিক ক্যারিয়ারে ইতি টানতে চায়। সে বুদ্ধিমান ছেলে, যে জানে এমন একটা সিদ্ধান্ত নিতে কতটা সময় নিয়ে চিন্তা করতে হয় এবং সিদ্ধান্ত চূড়ান্ত করার আগে এর সম্ভাব্য ভালো ও খারাপ দিক বিবেচনা করতে হয়।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post