নিজস্ব প্রতিবেদক:: তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ হারের পর এবার দ্বিতীয় ম্যাচেই ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। শারজাহতে সিরিজের দ্বিতীয় এক দিনের ম্যাচে আফগানিস্তানকে উড়িয়ে দিয়েছে টাইগাররা। ৬৮ রানের বড় জয়ে সিরিজে এখন ১-১- সমতা।
টস জিতে আগে ব্যাট করতে নামা বাংলাদেশ হতাশা জনকই শুরু করে। মাত্র ২৮ রান স্থায়ী হয় তানজীদ তামিম ও সৌম্য সরকারের উদ্বোধনী জুটি। ইনিংসের চতুর্থ ওভারের দ্বিতীয় বলে ব্যক্তিগত ২২ রানে ফিরে যান তামিম। ১৭ বলের ইনিংসে তিনি তিন চার ও এক ছক্কা হাঁকিয়েছেন। তিনে নামা শান্ত দ্বিতীয় উইকেটে সৌম্যকে নিয়ে গড়েন জুটি। দু’জনের জুটি থেকে বাংলাদেশ পায় ৭১ রান। ইনিংসের ১৯তম ওভারের পঞ্চম বলে দলীয় ৯৯ রানে সৌম্যের বিদায়ে ভাঙে সেই জুটি। ৪৯ বলে দুই চার ও দুই ছক্কায় ৩৫ রান করেন এই ওপেনার।
সৌম্যের বিদায়ের পর তৃতীয় উইকেটে মিরাজকে নিয়ে জুটি গড়েন শান্ত। এবার দু’জনে মিলে যোগ করেন ৫৩ রান। ইনিংসের ৩৩তম ওভারের চতুর্থ বলে মিরাজ ফিরে গেলে ভাঙে তাদের জুটি। দলীয় ১৫২ রানে তৃতীয় উইকেট হারায় বাংলাদেশ। ৩৩ বলে ২২ রান করেন মিরাজ। চতুর্থ উইকেটে তাওহীদ হৃদয়কে নিয়ে ২২ রান যোগ করেন শান্ত। ৩৯তম ওভারের প্রথম বলে দলীয় ১৭৪ রানের মাথায় চতুর্থ উইকেটে হৃদয় ফেরেন প্যাভেলিয়নে। এক বাউন্ডারিতে ১৬ বলে ১১ রান করেন তিনি।
হৃদয়ের বিদায়ের পর পঞ্চম উইকেটে বড় ধাক্কা খায় বাংলাদেশ। এবার ফিরেন দুর্দান্ত ব্যাট করা অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ইনিংসের ৪১তম ওভারের দ্বিতীয় বলে দলীয় ১৮৩ রানে পঞ্চম উইকেট হারায় টাইগাররা। সাজঘরে ফিরেন অধিনায়ক নিজে। ১১৯ বলে ৭৬ রানের দারুণ এক ইনিংস খেলেন তিনি। ছয় চার ও এক ছক্কায় সাজান নিজের ইনিংসটি। এরপর দ্রুতই ফিরেন অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদ। নয় বলে ৩ রান করেন তিনি। এক চার ও দুই ছক্কায় ২৪ বলে ২৫ রান করেন নাসুম আহমদ। অভিষিক্ত জাকের আলী ২৭ বলে ২৭ রানে অপরাজিত থাকেন। এক চার ও তিন ছক্কায় সাজান নিজের ইনিংসটি। বাংলাদেশ সাত উইকেটে ২৫২ তুলে।
আফগানিস্তানের হয়ে খারোটে ৩টি, রশীদ খান ও গাজানফার দু’টি করে উইকেট লাভ করেন।
২৫৩ রানের টার্গেটে ব্যাট করতে নামা আফগানিস্তান উইকেট হারিয়ে শুরু করে। ইনিংসের তৃতীয় ওভারের তৃতীয় বলে দলীয় ১৮ রানের মাথায় প্রথম উইকেট হারায় দলটি। ওপেনার রহমানুল্লাহ ২ রানে ফিরেন প্যাভেলিয়নে। দ্বিতীয় উইকেটে রহমত শাহ ও সাদিকুল্লা আটাল প্রতিরােধের চেষ্টা করেন। গড়েন ৫২ রানের জুটি। ইনিংসের ১৭তম ওভারের প্রথম বলে আটালকে ফিরিয়ে সেই জুটি ভাঙেন নাসুম আহমদ। দলীয় ৭০ রানে দ্বিতীয় উইকেট হারায় আফগানরা। ৫১ বলে ৩৯ রান করে ফিরে যান এই ওপেনার।
তৃতীয় উইকেট রহমত শাহ অধিনায়ক হাসমতউল্লাহ শহিদীকে নিয়ে আবারো প্রতিরোধের চেষ্টা করেন। গড়েন ৪৮ রানের জুটি। ২৯তম ওভারের শেষ বলে আফগান অধিনায়ককে ফিরিয়ে সেই জুটি ভাঙেন মুস্তাফিজ। দলীয় ১১৮ রানে তৃতীয় উইকেট হারায় আফগানিস্তান্ ৪০ বলে ১৭ রান করেন আফগান অধিনায়ক হাসমতউল্লাহ শহিদী। এরপর থেকেই বাংলাদেশের বোলিং তোপে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে আফগানিস্তান। ২৬ রান করেন গুলবাদিন নাইব। ১৭ রান করেন নবি। আফগানিস্তান ৪৩.৩. ওভারে ১৮৪ রানে গুটিয়ে যায়।
বাংলাদেশের হয়ে নাসুম ৩টি, মুস্তাফিজ, মিরাজ ২টি ও তাসকিন এবং শরিফুল একটি করে উইকেট লাভ করেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০