স্পোর্টস ডেস্কঃ আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল ভারত। রোববার দ্বিতীয় টি-টোয়েন্টিতে ২৬ বল হাতে রেখে ৬ উইকেটের জয় পেয়েছে রোহিত শর্মার দল। ইন্দোরে আফগানিস্তানের দেয়া ১৭৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে রানের খাতা খোলার আগেই সাজঘরে ফেরেন অধিনায়ক রোহিত।
এরপর দ্বিতীয় উইকেটে ৫৭ রানের জুটি গড়েন ইয়াসভি জায়সাওয়াল ও বিরাট কোহলি। ১৬ বলে ২৯ করে প্যাভিলিয়নে ফেরেন কোহলি। এরপর শিভম দুবেকে নিয়ে আরেকটি বড় জুটি গড়েন জায়সাওয়াল। শেষ পর্যন্ত ৩৪ বলে ৬ ছক্কা ও ৫ চারে ৬৮ রানে থামে তার ইনিংস। অন্যদিকে ৩২ বলে ৫ চার ও ৪ ছক্কায় ৬৩ রানে অপরাজিত থেকে ১৫.৪ ওভারে দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন দুবে।
এর আগে গুলবাদিন নাইবের করা ৩৫ বলে ৫৭ রানের ইনিংসে ভর করে ভারতকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিয়েছিল আফগানিস্তান। বাকি ব্যাটারদের মধ্যে ২০ এর ঘরে যেতে পেরেছেন কেবল নাজিবউল্লাহ জাদরান (২৩), করিম জানাত (২০) ও মুজিব উর রহমান (২১)। মূলত নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েই বড় সংগ্রহ থেকে বঞ্চিত হয়েছে আফগানরা।
ভারতের হয়ে ৩টি উইকেট নিয়েছেন আর্শদীপ সিং। দুটি করে উইকেট পেয়েছেন রবি বিষ্ণই ও অক্ষর প্যাটেল। একটি উইকেট গেছে দুবের ঝুলিতে। আগামী বুধবার সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে মাঠে নামবে ভারত ও আফগানিস্তান।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post