স্পোর্টস ডেস্ক:: বিশ্ব আসরে অস্ট্রেরিয়া, পাকিস্তান, ইংল্যান্ড, নিউজিল্যান্ডের মতো বড় দলগুলোকে অনেকটা নিয়মিতই হারিয়ে দিচ্ছে আফগানিস্তান। চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাদের সবশেষ শিকার হলো ইংল্যান্ড। আফগানিস্তানের কাছে হেরে বাড়ির পথ ধরেছে ইংলিশরা। এবার অস্ট্রেলিয়াকে হারাতে পারলেই সেমিফাইনাল নিশ্চিত হয়ে যাবে আফগানিস্তানের।
এর আগেও আইসিসির বৈশ্বিক আসরে বড় দলগুলোকে হারিয়ে সেমিফাইনাল খেলেছে আফগানিস্তান। গত বছর টি-২০ বিশ্বকাপে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মতো দলকে হারিয়ে সেমিফাইনাল খেলেছে আফগানরা। তার আগের বছর ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তান-ইংল্যান্ডকে হারিয়েছে।
বড় দলগুলোর বিপক্ষে আফগানিস্তানের জয়কে তাই অঘটন বলতে নারাজ ভারতের সাবেক কিংবদন্তী ক্রিকেটার শচীন টেন্ডুলকার। গতকাল আফগান ক্রিকেটার ইব্রাহিম জর্দান আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ব্যক্তিগত সর্বোচ্চ রানের ইনিংস খেলেছেন। বিশ্বের বড়বড় তারকা ক্রিকেটাররা যা করতে পারেননি, সেটিই করেছেন তিনি। খেলেছেন ১৭৭ রানের দারুণ এক ইনিংস। ইংল্যান্ডের বিপক্ষে ৩২৫ রান করে আফগানিস্তান জিতেছে ৭ রানে।
আফগানদের এই জয়কে ‘স্মরণীয়’ জয় উল্লেখ করে শচীন টেন্ডুলকার এক্স পোস্টে লিখেছেন, ‘আন্তর্জাতিক ক্রিকেটে আফগানিস্তানের অবিচল ও ধারাবাহিক উত্থান অনুপ্রেরণাদায়ক! আপনি তাদের জয়কে আর অঘটন বলে আখ্যায়িত করতে পারবেন না, তারা এখন এটিকে অভ্যাস বানিয়ে ফেলেছে।’
জোফ্রা আর্চারদের বিপক্ষে ১৭৭ রানের ইনিংস খেলা ইব্রাহিম জাদরান ও ৫ উইকেট নেওয়া ওমরজাইকেও অভিনন্দন জানিয়েছেন আন্তর্জাতিক ক্রিকেটে সেঞ্চুরির সেঞ্চুরি করা শচীন লিখেন, ‘জাদরানের দুর্দান্ত সেঞ্চুরি এবং ওমরজাইয়ের অসাধারণ ৫ উইকেট আফগানিস্তানকে আরেকটি স্মরণীয় জয় এনে দিয়েছে।’
ইব্রাহিম রা জাদরান ভারতীয় কিংবদন্তির পোস্টের প্রতিক্রিয়ায় লিখেছেন, ‘যিনি প্রজন্মের পর প্রজন্মকে ব্যাট তুলতে অনুপ্রাণিত করেছেন, সেই মানুষটির প্রশংসা পাওয়া অনেক সম্মানের।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০