স্পোর্টস ডেস্ক:: বাংলাদেশের হয়ে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলতে চান বিদেশ থাকা সাকিব আল হাসান। সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তানের বিপক্ষে আগামি ৬ নভেম্বর শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। আফগান সিরিজ শেষ করে দল যাবে ওয়েস্ট ইন্ডিজ সফরে।
টেস্ট ও টি-২০ থেকে অবসর নেওয়া সাকিব আল হাসান আগেই জানিয়েছেন, তিনি ওয়ানডে খেলতে চান আগামি বছর পর্যন্ত। ২০২৫ সালের শুরুতে পাকিস্তানে বসবে চ্যাম্পিয়ন্স ট্রফির আসর। চ্যাম্পিয়ন্স ট্রফি খেলেই ওয়ানডে থেকে অবসরের কথা আছে সাকিবের। সে কারণে আরব-আমিরাতে হতে যাওয়া আফগান সিরিজে খেলতে চান তিনি।
ক্রিকবাজকে সাকিব জানিয়েছেন, তিনি ওয়ানডে সিরিজ খেলতে চান। সেজন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সিদ্ধান্তের অপেক্ষায় আছেন। বিসিবি থেকে এখনো তার সঙ্গে অবশ্য যোগাযোগ করা হয়নি। ক্রিকেট বিষয়ক ওয়েবসাইটটিকে সাকিব বলেন, ‘আমি কীভাবে বলবো (আমি আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে খেলবো কি না)। বিসিবির এটা নিয়ে কথা বলা উচিত।’
ক্রিকেট বোর্ডের নির্বাচকেরা আফগান সিরিজের ওডিআই দল গুছানো শুরু করে দিয়েছেন। তবে সাকিব আল হাসানের ব্যাপারে এখনো সিদ্ধান্ত জানানো হয়নি তাদেরকে। নির্বাচক প্যানেল বোর্ডের শীর্ষ কর্তাদের সিদ্ধান্তের অপেক্ষায় আছেন। এরপরই দলে সাকিব আল হাসানকে রাখবেন কিনা সেই সিদ্ধান্ত হবে।
ভারত সফরে সাকিব আল হাসান অবসরের ঘোষণা দেন। কানপুর টেস্টের আগে জানান, ঢাকায় সাউথ আফ্রিকার বিপক্ষে ক্যারিয়ারের শেষ টেস্ট খেলতে চান তিনি। সেজন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডও তাকে দলে রাখে। কিন্তুু এরপরই ঢাকায় আন্দোলন শুরু হয়। আওয়ামীলীগের সাবেক সংসদ সদস্য হিসেবে সাকিবকে না খেলানোর দাবি তুলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ বিভিন্ন সংগঠন। মিরপুরের হোম অব ক্রিকেটে লাগাতার নানা কর্মসূচি পালন করা হয়।
সাকিবকে ঢাকায় আসার জন্যও বলে বিসিবি। সরকারও বাংলাদেশের অলরাউন্ডারকে সবুজ সঙ্কেত দেয়। এরপর যুক্তরাষ্ট্র থেকে সাকিব ঢাকা টেস্টের জন্য রওয়ানা দেন। কিন্তুু ঢাকায় শুরু হয় আন্দোলন। আন্দোলনের মুখে সরকার পিছু হটে। সাকিবকে ফিরে যেতে বলে। এরপর এই অলরাউন্ডারও আর দেশে আসার ঝুঁকি নেননি। ফিরে যান পরিবারের কাছে। ঢাকায় খেলা হয় নি শেষ টেস্ট।
এমন অবস্থায় আফগানদের বিপক্ষে তার ওয়ানডে সিরিজ খেলা নিয়ে জঠীলতা তৈরি হয়েছে। প্রবাসে থাকা এই ক্রিকেটারকে বিসিবি বিদেশের মাটিতে খেলাবে কিনা সেটিই এখন বড় প্রশ্ন। যদিও সাকিব তার সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছেন। তিনি খেলতে চান আফগান সিরিজে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০