স্পোর্টস ডেস্কঃ শ্রীলঙ্কার বিপক্ষে হেরে এশিয়া কাপ শুরু হয়েছে বাংলাদেশের। বৃহস্পতিবার পাল্লেকেলেতে ৫ উইকেটের পরাজয় দেখে টাইগাররা। এই জয়ে এশিয়া কাপে সুপার ফোরে উঠার মিশন কঠিন হয়ে পড়েছে টাইগারদের জন্য। কেননা সুপার ফোরে উঠতে হলে আফগানিস্তানের বিপক্ষে পরের ম্যাচে জিততেই হবে বাংলাদেশকে। হারলে সুযোগ থাকবে, তবে সেটা কঠিন সমীকরণ। কেননা আফগানিস্তানকে হারতে হবে তখন শ্রীলঙ্কার বিপক্ষে এবং সেটা বড় ব্যবধানে।
অবশ্য এই ব্যাপারে আত্মবিশ্বাসী নাজমুল হোসেন শান্ত। শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাট হাতে একাই লড়েছিলেন শান্ত। ১২২ বলে ৭ বাউন্ডারিতে ৮৯ রানের ইনিংস খেলেন এই টপ অর্ডার ব্যাটার। যেখানে পুরো দল গুঁটিয়ে যায় মাত্র ১৬৪ রানে। ম্যাচ শেষে দলের পক্ষ থেকে সংবাদ সম্মেলনে আসেন শান্তই।
শান্ত জানিয়েছেন আফগানদের বিপক্ষে পরের ম্যাচে জেতার জন্যই খেলতে নামবেন তারা। আপাতত জয়ের দিকেই মূল লক্ষ্য তাদের। এরপর কী হবে সেটা জানেন না। এছাড়া অতীতের পারফর্মের দিকেও খুব একটা নজর দিতে চান না।
নাজমুল হোসেন শান্ত বলেন, ‘পরের ম্যাচ জেতার জন্যই খেলব। পরের ম্যাচ জেতার পর, কী পরিস্থিতি দাঁড়াবে সেটা বোঝা যাবে। কিন্তু পরের ম্যাচ যখন খেলব জেতার জন্যই খেলব।’
শান্ত আরও বলেন, ‘আমরা শেষ দুটি টি-টোয়েন্টি ভালো খেলেছিলাম (আফগানিস্তানের বিপক্ষে)। ওয়ানডে সিরিজটি ভালো যায়নি। অতীতে কী হয়েছে এটা নিয়ে চিন্তিত না, আমাদের দল খুবই ভালো। আমরা বিশ্বাস করি, আমরা যদি আমাদের সেরা খেলাটা খেলতে পারি, তাহলে অবশ্যই আফগানিস্তানের সঙ্গে ভালো করা সম্ভব।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post