স্পোর্টস ডেস্কঃ আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচের আগে অধিনায়কত্ব নিয়ে জলঘোলা হচ্ছে। নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান আছেন ইনজুরিতে। আঙ্গুলের ইনজুরিতে টেস্টে খেলা হচ্ছে না তার। স্বাভাবিকভাবে আগে থেকেই টেস্টের সহ-অধিনায়কের দায়িত্ব পালন করা লিটন দাসেরই দায়িত্ব নেওয়ার কথা।
তবে লিটন বেকে বসেছিলেন। অধিনায়কত্ব নিয়ে অনাগ্রহ প্রকাশ করেছিলেন। ব্যাটিংয়েই তিনি মনোযোগ দিতে চান বলে জানিয়েছিলেন। যা কিনা বিড়ম্বনায় ফেলেছিল নির্বাচকদের। তবে সবশেষ খবর, অধিনায়কত্ব করতে রাজি হয়েছেন লিটন। বাংলাদেশ দলের অন্যতম বড় তারকা ব্যাটিংয়ের সাথে নেতৃত্বের সংঘাত মন থেকে ঝেড়ে ফেলে দিয়েছেন।
যার ফলে আপাতত শঙ্কা কেটে গেছে। আফগানদের বিপক্ষে একমাত্র টেস্টে লিটনকেই দেখা যাবে নেতৃত্বে। গেল বছরের ২২ জুন টেস্ট দলের অধিনায়কত্ব পান সাকিব আল হাসান। সঙ্গে সহ-অধিনায়ক হিসেবে লিটন দাসের নাম ঘোষণা করা হয়। এবারই প্রথম সাদা পোশাকে অধিনায়কত্ব করতে দেখা যাবে লিটনকে।
এর আগে সবশেষ ২০২২ সালের ডিসেম্বরে তামিম ইকবালের ইনজুরির কারণে ওয়ানডে অধিনায়কত্ব করেছেন লিটন দাস। শক্তিশালী ভারতের বিপক্ষে সেই সিরিজে ২-১ ব্যবধানে জিতেছিল বাংলাদেশ। এবার টেস্টেও লিটনের নেতৃত্ব ভালো কিছু নিয়ে শুরু হবে, সেই প্রত্যাশায় সবাই।
উল্লেখ্য, আগামী ১০ জুন বাংলাদেশ সফরে আসবে আফগানরা। ১৪ জুন থেকে মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে দুই দলের মধ্যকার একমাত্র টেস্টটি। লাল বলের ম্যাচ খেলে বাংলাদেশ ছেড়ে যাবে রশিদ খানরা। এরপর ভারতের বিপক্ষে তিন ওয়ানডে ম্যাচের সিরিজ খেলে তারা আবার আসবে ঢাকায়।
সূচি অনুযায়ী ঈদ উল আজহার পর আবার বাংলাদেশে এসে ৫, ৮ ও ১১ জুলাই চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে খেলবে তিন ওয়ানডে ম্যাচের সিরিজ। এরপর দুই দল যাবে সিলেটে। ১৪ ও ১৬ জুলাই সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে হবে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post