নিজস্ব প্রতিবেদকঃ আগামী মাসের ফিফা উইন্ডোতে ২টি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। সেপ্টেম্বরে আফগানিস্তান জাতীয় দলকে ঘরের মাঠে আথিত্য দেবে জামাল ভূঁইয়ার দল। আসন্ন এই ফিফা প্রীতি ম্যাচের দল ঘোষণা করেছেন বাংলাদেশের কোচ হ্যাবিয়ের কাবরেরা।
আগামী ৪ ও ৭ সেপ্টেম্বর আফগানিস্তানের সঙ্গে দুটি ফিফা প্রীতি ম্যাচের জন্য জাতীয় দলের ক্যাম্পে একেবারেই নতুন মুখ শেখ রাসেলের ফরোয়ার্ড দিপক রায় ও আজমপুর উত্তরা এফসির সারোয়ার জাহান নিপু। সবশেষ সাফের দল থেকে বাদ পড়েছেন একজন- ফর্টিস এফসির মিডফিল্ডার রফিকুল ইসলাম।
এদিকে গত সাফের প্রাথমিক দলে থাকলেও এবার আর এলিটা কিংসলিকে জাতীয় দলে ডাকেননি বাংলাদেশের স্প্যানিশ কোচ কাবরেরা। আগামীকাল (রোববার) থেকে জাতীয় দলের ক্যাম্প শুরু হবে। আর আগামী ২৬ আগস্ট বাংলাদেশে আসবে আফগানিস্তান। তারা ম্যাচের ভেন্যু কিংস অ্যারেনায় অনুশীলন করবে।
বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচের ভেন্যু প্রাথমিকভাবে নির্ধারিত ছিল। তবে প্রাথমিক পছন্দে থাকা সিলেট জেলা স্টেডিয়াম বাদ পড়েছে। অর্থাৎ সিলেটে হবে না আফগানিস্তানের বিপক্ষে ফিফা প্রীতি ম্যাচগুলো। বসুন্ধরা কিংস অ্যারেনায় আয়োজন আফগানদের বিপক্ষে এই দুই ম্যাচ।
অতিবৃষ্টির কারণে সিলেটের মাঠ খারাপ হওয়ায় আফগানিস্তানকে কিংস অ্যারেনাকে স্বাগত জানাবে বাংলাদেশ। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের সংস্কার কাজ চলমান থাকায় সিলেট বেশ কিছুদিন ধরে ছিল বাফুফের হোম ম্যাচ আয়োজনের একমাত্র ভেন্যু। তবে এবার ভেন্যু তালিকা থেকে বাদ পড়েছে সিলেট।
আফগানিস্তানের বিপক্ষে জাতীয় দলের ক্যাম্পে ডাক পাওয়া ৩২ ফুটবলার-
গোলকিপার: আনিসুর রহমান জিকো, শহিদুল আলম, মিতুল মারমা, পাপ্পু হোসেন
ডিফেন্ডার:বিশ্বনাথ ঘোষ, তপু বর্মণ, তারিক কাজী, রিমন হোসেন, সাদ উদ্দিন, রহমত মিয়া, আলমগীর মোল্লা, মুরাদ হাসান, মেহেদী হাসান, ইশা ফয়সাল, আতিকুজ্জামান।
মিডফিল্ডার: সোহেল রানা, শেখ মোরছালিন, মোহাম্মদ হৃদয়, সোহেল রানা, আবু সাঈদ, মজিবুর রহমান জনি, রবিউল হাসান, জামাল ভূঁইয়া।
ফরোয়ার্ড: রাকিব হোসেন, মতিন মিয়া, সুমন রেজা, ফয়সাল আহমেদ ফাহিম, দিপক রায়, আমিনুর রহমান সজীব, সারোয়ার জামান নিপু, জাফর ইকবাল, মোহাম্মদ ইব্রাহিম।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post