স্পোর্টস ডেস্ক:: আইপিএলের ফ্র্যাঞ্চাইজি মুম্বাই ইন্ডিয়ান্স নিলাম থেকে দলে নিয়েছিলো আফগানিস্তানের রহস্যময়ী স্পিনার আল্লাহ মোহাম্মদ গাজানফারকে। তবে চােটের কারণে চ্যাম্পিয়ন্স ট্রফি মিস করা এই আফগান স্পিনার আইপিএলও মিস করছেন। মুম্বাই ইন্ডিয়ান্সের স্কোয়াড থেকে বাদ পড়েছেন তিনি চোটের কারণে।
মুম্বাই জানিয়েছে, গাজানফারের পরিবর্তে তারই স্বদেশী এক তারকাকে দলে নিয়েছে তারা। আফগান স্পিনার মুজিব উর রহমান খেলবেন গাজানফারের পরিবর্তে মুম্বাইয়ে। জেদ্দায় অনুষ্টিত আইপিএল নিলামে দল পাননি মুজিব উর রহমান। যদিও আইপিএল খেলার অভিজ্ঞতা তার আছে। আফগানিস্তানের অন্যতম কনিষ্ঠ খেলোয়াড় হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হওয়া এই স্পিনার মাত্র ১৭ বছর বয়সেই আইপিএলে খেলতে নামেন, ২০১৮ সালে আসরে দিয়ে। তবে গত নিলামে দল পাননি তিনি।
আল্লাহ মোহাম্মদ গাজানফার ইনজুরিতে পড়ায় মুজিবের কপাল খুলেছে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের পাঁচ বারের চ্যাম্পিয়নরা আজ রোববার এক বিবৃতিতে বলেছে, ‘আফগানিস্তানের অফস্পিনার মুজিব উর রহমানকে আইপিএল ২০২৫ এর জন্য দলে অন্তর্ভুক্ত করা হয়েছে। তিনি ইনজুরিতে থাকা আল্লাহ গজনফারের পরিবর্তে দলে যোগ দিয়েছেন।’
জিম্বাবুয়ে সফরে চোট পেয়ে ছিলেন গাজানফার। যার কারণে চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকে বাদ পড়েন তিনি। এবার পড়লেন আইপিএল থেকে। মুম্বাই ইন্ডিয়ান্স তার সুস্থতা কামনা করে বলছে, ‘মুম্বাই ইন্ডিয়ান্স গজনফারের দ্রুত সুস্থতা কামনা করছে এবং মুজিবকে একক পরিবারে উষ্ণ অভ্যর্থনা জানাচ্ছে।’
সৌদী আরবের জেজ্দাদয় ২০২৫ আইপিএলের মেগা নিলামে গজনফারকে দলে নেয় মুম্বাই। ৪ কোটি ৮০ লাখ রুপিতে রহস্যময়ী এই স্পিনারকে দলে নেয় ফ্র্যাঞ্চাইজিটি। ইনজুরির কারণে আগামী ২২ মার্চ থেকে শুরু হতে যাওয়া আইপিএল থেকে ছিটকে গেছেন গাজানফাার।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০