স্পোর্টস ডেস্ক: তালেবান নিয়ন্ত্রিত হওয়ায় আফগানিস্তানের সাথে সিরিজ খেলে না অস্ট্রেলিয়া। আইসিসির ফিউচার ট্যুর প্ল্যান (এফটিপি)র সিরিজও ঝুলিয়ে রাখে দেশটি। কিন্তুু আইসিসির বৈশ্বিক আসরে টিকই আফগানিস্তানের সাথে ম্যাচ খেলেছে অজিরা। যেখানে তাদেরকে হারিয়েছে দুর্দান্ত আফগানিস্তান।
বিশ্বকাপে আফগানিস্তানের কাছে অজিদের হারের পর দেশটির ক্রিকেটার উসমান খাজা আফগানিস্তানের সাথে দ্বিপাক্ষিক সিরিজ খেলার পরামর্শ দিয়েছেন নিজ দেশের বোর্ডকে। আকারে ইঙ্গিতে জানিয় দিয়েছেন, আফগানদের সাথে সিরিজ খেলা উচিত নিজ দেশের।
রশিদ খানদের প্রশংসা করেএক্স একাউন্টে উসমান খাজা লেখেন, ‘ভাইরা খুব ভাল খেলেছ। তোমরা ভাল দল হিসাবে জয় পেয়েছ। তোমরা তোমাদের দেশের বহু মানুষের কাছে অনুপ্রেরণা। যে আফগানরা অন্য দেশে থাকেন তাদের কাছেও তোমরা অনুপ্রেরণা। দুঃখের হল, অস্ট্রেলিয়ার মাটিতে তোমাদের সবাইকে একসঙ্গে খেলতে দেখার সুযোগ পাই না আমরা।’
আফগান অধিনায়ক রশিদ খান সামাজিক যোগাযোগ মাধ্যমে অস্ট্রেলিয়াকে হারানোর কিছু ছবি প্রকাশ করেন। সেখানেই অভিনন্দনবার্তা দিয়েছেন খাজা। আক্ষেপ জানিয়েছেন আফগানদেরসাথে সিরিজ খেলতে না পারার।
সেই পোস্টে রশিদ খানও জবাবা দিয়েছে অস্ট্রেলীয়দের। খেলতে না পারার আক্ষেপ করে তিনি লিখেন, ‘আমরা ক্রীড়াবিদ। খেলাধুলা ভালবাসি। দেশের মানুষও খেলাধুলো ভালবাসে। দেশের মানুষের কাছে ক্রিকেটই সুখের একমাত্র উৎস। একমাত্র খেলা, যেটা নিয়ে আফগানিস্তানের মানুষ উৎসব করতে পারে। যদি সেই সুখটাকেও আমরা কেড়ে নিই, তা হলে জানি না আফগানিস্তানের জন্য আর কি পড়ে থাকবে। এখন বিশ্বের যে কোনও জায়গায় গিয়ে যদি আপনি বলেন আফগানিস্তান থেকে আসছেন, লোকে কোনও না কোনও ক্রিকেটারের নাম ঠিক বলতে পারবে। আমাদের সুখের একমাত্র উৎসটাকেও যদি আপনারা কেড়ে নেওয়ার চেষ্টা করেন, তা হলে আমাদের জন্য সেটা খুব দুঃখের ব্যাপার।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post