স্পোর্টস ডেস্কঃ বিশ্বকাপে এবার শ্রীলঙ্কার বিপক্ষে দাঁড়িয়ে জয় পেয়েছে আফগানিস্তান। সোমবার ৭ উইকেটের বড় জয় পেয়েছে তারা। পুনেতে টস জিতে শ্রীলঙ্কাকে ব্যাটিংয়ে পাঠায় আফগানিস্তান। আগে ব্যাটিংয়ে নেমে শেষ ওভারে অলআউট হওয়ার আগে ২৪১ রান করে কুশল মেন্ডিসের দল। জবাবে ৪৫.২ ওভারে ৩ উইকেট হারিয়ে জয় তুলে নেয় আফগানরা।
দলের এমন জয়ে দারুণ খুশি আফগানিস্তান অধিনায়ক হাশমাতউল্লাহ শহিদী। ম্যাচ শেষে তিনি বলেন, ‘আমি এই দল নিয়ে গর্ব করি। যেভাবে আমরা তিন বিভাগেই ভালো খেলে হারিয়েছি তা গর্ব করার মত। শেষ ম্যাচটি আমাদের আরো আত্মবিশ্বাস জুগিয়েছে এবং বিশ্বাস করতে শিখিয়েছে আমরা যেকোন লক্ষ্য তাড়া করে জিততে পারি।’
২৪২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই গুরবাজকে হারায় আফগানিস্তান। শুরুর সেই ধাক্কা সামাল দেন ইব্রাহিম জাদরান ও রহমত শাহ। দ্বিতীয় উইকেটে ৭৩ রানের জুটি গড়েন তারা। ব্যক্তিগত ৩৯ রানে ইব্রাহিম ফিরলেও একপ্রান্ত আগলে রেখে ফিফটি তুলে নেন রহমত। অধিনায়ক শহীদিকে সঙ্গে নিয়ে তৃতীয় উইকেট ৫৮ রান যোগ করেন তিনি।
৭৪ বলে ৭ চারে ৬২ রান করে প্যাভিলিয়নে ফেরেন রহমত। এরপর আজমতউল্লাহকে নিয়ে চতুর্থ উইকেটে বড় জুটি গড়েন শহীদি। অবিচ্ছিন্ন জুটিতে ১১১ রান তুলে জয় নিশ্চিত করেন তারা। শহীদি ৭৪ বলে ২ চার ও ১ ছক্কায় অপরাজিত থাকেন ৫৮ রানে। আজমতউল্লাহর ব্যাট থেকে আসে ৭৩ রান। লঙ্কানদের হয়ে সর্বোচ্চ দুটো উইকেট নেন দিলশান মাদুশঙ্কা।
এর আগে শ্রীলঙ্কার হয়ে ওপেনার পাথুন নিশাঙ্কা সর্বোচ্চ ৪৬ রানের ইনিংস খেলেন। তিনে নামা কুশল মেন্ডিস ও চারে নামা সাদিরা সামারাবিক্রমা সেট হয়ে ফিরে যান। তারা যথাক্রমে ৩৯ ও ৩৬ রান করেন। পরে চারিথা আশালঙ্কা ২২, অ্যাঞ্জেলো ম্যাথুস ২৩ ও মহেশ থিকসানা ২৯ রান করলে আড়াইশ’ ছোঁয়া পুঁজি পায় লঙ্কানরা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post