স্পোর্টস ডেস্ক:: আফগানিস্তান তখন বিশ্ব ক্রিকেটে নতুন এক দল। হাঁটি হাঁটি পা পা করে আফগান ক্রিকেটে এগিয়ে চলেছে, বিশ্ব ক্রিকেটে সমীহ আদায় করে নিয়েছে। সেই শুরুর সময়ে যার কাঁধে ভর করেছিলাে আফগানিস্তান, দলটির শুরুর নায়ক শাপুর জাদরান। ছয় ফুটের বেশি উচ্চতা, সঙ্গে আগ্রাসী বোলিং বাবরী চুল নজর কেড়েছিলো ক্রিকেট সমর্থকদের।
আফগান ক্রিকেটের অনেক জয়ের নায়ক সেই শাপুর জাদরান এবার ক্রিকেটকে বিদায় বলে দিয়েছেন। আন্তর্জাতিক ও ঘরোয়া কোনো ধরনের ক্রিকেটেই আর খেলবেন না শাপুর জাদরান। রশিদ খান-মোহাম্মদ নবীদের আজকের সমীহ জাগানিয়া দল হয়ে উঠার গল্পের শুরুটা হয়েছে এই শাপুর জাদরানদের হাত ধরেই।
বল হাতে দারুণ কার্যকারী ছিলেন আফগানিস্তান দলে। তবে তারুণ্যের উত্থানে বছর পাঁচেক থেকে আফগানিস্তান দলের বাইরে ছিলেন জাদরান। শেষ দুই বছর খেলেননি ঘরোয়া ক্রিকেটেও। এবার তাই আনুষ্ঠানিক ভাবে বিদায় বলে দিলেন এই তারকা।
৩৭ বছর বয়সী এই ক্রিকেটার আফগানিস্তানের জার্সিতে ৪৪ ওয়ানডেতে ৪৩টি উইকেট ও ৩৬ টি-টোয়েন্টিতে ৩৭টি উইকেট শিকার করেছিলেন। পরিসংখ্যানে তার অবদান হয়তো সে ভাবে ফুটে উঠবে। তবে আজকের আফগানিস্তান দল হয়ে উঠার পেছনে বড় অবদান ছিলো শুরুর এই নায়কের। বৈশ্বিক আসরে আফগানিস্তানের প্রথম জয়ের নায়কই যে শাপুর জাদরান।
বিশ্বকাপের আসরে ডানেডিনে চার উইকেট নিয়ে তিনি স্কটল্যান্ডকে আটকে রেখেছিলেন ২১০ রানে। সিই রান তাড়ায় ১৯২ রানে নবম উইকেট হারায় আফগানরা। দশে নামা হামিদ হাসান ও এগারো নম্বরে নামা শাপুর আফগানিস্তানকে বিশ্ব মঞ্চে এনে ছিলেন ঐতিহাসিক জয়। বল হাতে চার উইকেটের পাশাপাশি ব্যাটিংয়ে ১০ বলে ১২ রান করে ম্যান অব দা ম্যাচ হয়েছিলেন শাপুর।
বিদায়ী বার্তায় সবাইকে কৃতজ্ঞতা জানিয়ে তিনি শাপুর জাদরান বলেন, “আফগান ক্রিকেটের সবচেয়ে চ্যালেঞ্জিং সময়ে আমার পথচলা শুরু হয়েছিল। অনেক প্রতিবন্ধকতার মুখোমুখি হয়েছি, সীমিত রসদ নিয়ে লড়েছি, অনেক বাধা পেরিয়েছি, কিন্তু কখনোই বিশ্বাস হারাইনি। ক্রিকেট সমর্থকদের সমর্থন, সতীর্থরা, কোচরা এবং বিশেষ করে আমার পরিবার পাশে থেকে প্রতিটি বাধা পার হতে সহায়তা করেছে আমাকে। সবার প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা।”
মানুষের দোয়া ও সমর্থন তার সবচেয়ে বড় শক্তি উল্লেখ করে তিনি বলেন, “আমার পরিবার, বন্ধু, সমর্থক ও আফগানিস্তানের মানুষদের ভালোবাসা, দোয়া ও অটুট সমর্থন আমার সবসময়ের সবচেয়ে বড় শক্তি। এটার জন্য আজীবন কৃতজ্ঞ থাকব।”
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০