স্পোর্টস ডেস্কঃ বিশ্বকাপে সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখার লড়াইয়ে বাড়তি স্পিনার নিয়ে নেদারল্যান্ডস ম্যাচের একাদশ সাজায় আফগানিস্তান। শুক্রবার লখনৌতে স্পিনাররাই সাফল্য এনে দেন আফগানদের। ডাচদের গুঁটিয়ে দেওয়ার কাজটি ভালোমতোই করেছেন মোহাম্মদ নবি-মুজিব উর রহমানরা। টস জিতে আগে ব্যাট করতে নেমে মাত্র ১৭৯ রানে অলআউট হয়েছে নেদারল্যান্ডস।
আগে ব্যাট নেওয়া ডাচরা মাত্র ৩ রানেই প্রথম উইকেট হারিয়ে বসে। এরপর ৭০ রানের জুটি পেলেও তারা মাঝপথে খেই হারায়। তাদের টপ অর্ডারের টানা চার ব্যাটারই ফিরেছেন রানআউটে। ফলে ডাচরা আর বড় সংগ্রহ গড়তে পারেনি। এঙ্গেলব্রেখ্ট সর্বোচ্চ ৫৮ এবং ম্যাক্স ও’ডাউড ৪২ রান করেন। আফগানিস্তানের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন মোহাম্মদ নবি।
মুজিব-উর-রহমান ইনিংসের প্রথম ওভারের পঞ্চম বলেই ওপেনার ওয়েসলি বারেসির উইকেট তুলে নেন। এর মাধ্যমে ওয়ানডে ক্যারিয়ারের শততম উইকেট তুলে নেন মুজিব। বারেসি ফেরেন মাত্র ১ রানে। দলীয় ৩ রানেই প্রথম উইকেট হারানোর পরও দারুণভাবে ঘুরে দাঁড়ায় নেদারল্যান্ডস। ম্যাক্স ও’ডাউড ও কলিন অ্যাকারম্যান মিলে গড়েন ৭০ রানের জুটি। ফিফটির পথে ছিলেন ও’ডাউড।
কিন্তু ঝুঁকিপূর্ণ ২ রান নিতে গিয়ে ডিরেক্ট হিটে ও’ডাউডের স্টাম্প ভাঙেন আজমতউল্লাহ ওমরজাই। ৪০ বলে ৯টি চারের বাউন্ডারিতে ৪২ রান করেন ডাচ ওপেনার। অ্যাকারম্যান ২৯ রানের বেশি করতে পারেন নি। তিনিও রান আউটের ফাঁদে পড়েন। অধিনায়ক স্কট এডওয়ার্ডসও রানের খাতা খোলার আগে রান আউট হয়ে যান। এঙ্গেলব্রেখট ৮৬ বলে ৬টি চারের বাউন্ডারিতে ৫৮ করেন। তিনিও ফেরেন রান আউটে। আফগানদের হয়ে ২৮ রানে ৩ উইকেট শিকার করেন নবি। এছাড়া নুর আহমদ ৩১ রানে দুটি এবং মুজিব এক উইকেট নেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post