স্পোর্টস ডেস্কঃ অপেক্ষাকৃত দুর্বল মালেশিয়ার বিপক্ষে হারের শঙ্কায় পড়েছিল বাংলাদেশ। এশিয়ান গেমসের কোয়ার্টার ফাইনালে আজ আগে ব্যাট করে ১১৬ রানের বেশি করতে পারে নি টাইগাররা। রান তাড়ায় জয়ের কাছে গিয়ে হেরেছে মালেশিয়া। বাংলাদেশ ম্যাচ জিতেছে ২ রানে।
শেষ ওভারে মালয়েশিয়ার দরকার ছিল মাত্র ৫ রান। অধিনায়ক সাইফ হাসান বল তুলে দেন আফিফ হোসেনের হাতে। দুর্দান্ত বোলিং করে আফিফ শেষ ওভারে মাত্র ৩ রান দিয়ে একটি উইকেট নিয়েছেন। মোট ৪ ওভার বল করে ১১ রান নিয়ে ৩ উইকেট নিয়ে দলের জয়ে বড় ভূমিকা রাখেন আফিফ।
এ জয়ে বাংলাদেশ টিকে রইল গেমস পদক ধরে রাখার লড়াইয়ে। সেমিফাইনালে বাংলাদেশ মুখোমুখি হবে ভারতের। আগামী ৬ অক্টোবর ভারতের মুখোমুখি হবে সাইফ-আফিফরা। সেমিফাইনালের অন্য দুইদল আফগানিস্তান ও পাকিস্তান। আজ শ্রীলঙ্কাকে হারিয়ে শেষ চার নিশ্চিত করে আফগানরা।
হাংঝুতে বুধবার আগে ব্যাট করতে নেমে বাংলাদেশের দুই ওপেনার কোনো রান না করেই ফিরেন। জিজিয়াং বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস গ্রাউন্ডে ইনিংসের দ্বিতীয় বলেই ধাক্কা খায় বাংলাদেশ। দুর্ভাগ্যজনক রানআউটের শিকার হন ওপেনার মাহমুদুল হাসান। দ্বিতীয় ওভারে এলবিডব্লিউর ফাঁদে পড়েন পারভেজ হোসেন ইমন।
৮ বল খেলে কোনো রান করতে পারেননি ইমন। ইনিংসের তৃতীয় ওভারে জাকির হাসানও ফিরে যান। তাঁকে আউট করেন পবনদীপ সিং। ৩ রানে ৩ উইকেট হারানো বাংলাদেশকে টানেন অধিনায়ক সাইফ ও আফিফ। দুজন দলীয় সংগ্রহকে টেনে নেন ৪১ রান পর্যন্ত। আফিফ উড়িয়ে মারতে গিয়ে ধরা পড়েন।
১৪ বলে ২ চার ও ২ ছক্কায় ২৩ রান করে যান আফিফ। সাইফ এগোতে থাকেন শাহাদাত হোসেনকে নিয়ে। ৮৬ রানের মাথায় শাহাদাত ফেরেন আনোয়ার রহমানের বলে কট অ্যান্ড বোল্ড হয়ে। ৩ চারে তার ব্যাট থেকে আসে ২০ রান। সেখান থেকে সাইফ ও জাকের আলী অনিক ইনিংস শেষ করে আসেন।
৫২ বলে ১টি চার ও ৩ ছক্কায় সাইফের করা ৫০ ও অনিকের ২ চারে করা ১৪ রানের ভর করে বাংলাদেশ ৫ উইকেটে ১১৬ রান সংগ্রহ করতে পারে। রান তাড়ায় এক পর্যায়ে ৩৮ রানে ৪ উইকেট হারালেও ভীরেন্দিপ সিংয়ের ব্যাটে ঘুরে দাঁড়ায় আইসিসি সহযোগি দেশ মালয়েশিয়া।
মাত্র ৩৫ বলে ফিফটি তুলে দলকে জেতার কাছে নিয়ে গিয়েছিলেন ভীরেন্দিপ। ওপেনার সাইদ আজিজ মুবারক করে ৩১ বলে ২০ রান। বাংলাদেশের হয়ে আফিফ ছাড়া ৩ উইকেট নেন রিপন মন্ডল। ৪ ওভারে ১৪ রান খরচ করেন তিনি। এছাড়া রকিবুল হাসান ও রিশাদ হোসেন নেন ১টি করে উইকেট। তবে এদিন বেশ দৃষ্টিকটু ফিল্ডিং করেছেন রিশাদ।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post