স্পোর্টস ডেস্কঃ আরও একবার দারুণ ব্যাটিংয়ে জয় তুলে নিল সানরাইজার্স হায়দ্রাবাদ। রোববার লিগ পর্বে নিজেদের শেষ ম্যাচে পাঞ্জাব কিংসকে ৪ উইকেটে হারিয়েছে দলটি। রাজীব গান্ধী স্টেডিয়ামে পাঞ্জাবের দেওয়া ২১৫ রানের লক্ষ্য ৫ বল হাতে রেখেই টপকে যায় স্বাগতিকরা। ব্যাট হাতে অভিষেক, রাহুল, নিতিশ, ক্লাসেনরা ঝড় তুলেছিলেন।
এই জয়ে ১৭ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে চলে আসল হায়দ্রাবাদ। যদি রাতের ম্যাচে রাজস্থান হেরে যায় কলকাতার বিপক্ষে, তাহলে তারাই যাবে কোয়ালিফায়ারে। তবে রাজস্থান জিতলে ব্যাঙ্গালুরুর বিপক্ষে প্লে-অফে এলিমিনেটর খেলতে হবে হায়দ্রাবাদকে।
২১৫ রানের বড় লক্ষ্যে খেলতে নেমে ইনিংসের একেবারে প্রথম বলেই ফিরে যান ট্রেভিস হেড। অর্ষদীপ সিংয়ের শিকারে গোল্ডেন ডাক মেরে ফিরেন এই বাঁহাতি ওপেনার। শুরুটা ভালো না হলেও, লক্ষ্যে অবিচল ছিল হায়দ্রাবাদ। দ্বিতীয় উইকেটে তাই মাত্র ২৯ বলে ৭২ রানের ঝড়ো এক জুটি গড়েন আরেক ওপেনার অভিষেক শর্মা ও টপ অর্ডারে নামা রাহুল ত্রিপাঠি। দুজনের সেই জুটি ভাঙে ১৮ বলে ৪ ছক্কা ও ২ ছয়ে ৩৩ রানের ক্যামিও ইনিংস খেলে।
এরপর নিতিশ কুমার রেড্ডির সাথে ৫৭ রানের জুটি গড়ে দলের জয়ের ভিত গড়েন অভিষেক। মাত্র ২৮ বলে ৫ বাউন্ডারি ও ৬ ছক্কার মারে ৬৬ রানের বিস্ফোরক ইনিংস খেলে অভিষেক বিদায় নিলে ভাঙে সেই জুটি। তবে হেনরিখ ক্লাসেনের সাথে নিতিশের ৪৭ রানের জুটি জয়ের কাছে নিয়ে যায় হায়দ্রাবাদকে। শেষ দিকে ২৬ বলে ৩ চার ও ২ ছক্কায় ৪২ রান করে ক্লাসেন এবং ২৫ বলে ১ চার ও ৩ ছক্কায় ৩৭ রান করে নিতিশ বিদায় নিলে কিছুটা রোমাঞ্চের সৃষ্টি হয়। যদিও ১১ রানের ক্যামিও খেলে দলকে জিতিয়েই মাঠ ছাড়েন আব্দুল সামাদ।
পাঞ্জাবের হয়ে অর্ষদীপ সিং ও হার্শাল প্যাটেল ২টি করে উইকেট লাভ করেন।
এর আগে ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২১৪ রানের বিশাল সংগ্রহ পায় পাঞ্জাব কিংস। টস জিতে ব্যাট করতে নেমে ইনিংসের শুরু থেকেই আক্রমণাত্বক ছিল পাঞ্জাব। নতুন ওপেনিং জুটি অথর্ব তৈদ ও প্রভসিমরণ সিং মিলে গড়ে তুলেন ৯৭ রানের দারুণ এক জুটি। দশম ওভারের প্রথম বলে এসে সেই জুটি ভাঙেন বিজয়কান্ত বিয়সকান্ত। ২৭ বলে ৫ চার ও ২ ছক্কায় ৪৬ রানের ইনিংস খেলা অথর্ব বিদায় নেন ফিফটি মিসের আক্ষেপ নিয়ে। এরপর ক্রিজে আসা রাইলি রুশোকে সাথে নিয়ে ৫৪ রানের দারুণ জুটি গড়ে দলের বড় স্কোরের পথ সুগম করেন প্রভসিমরণ।
৪৫ বলে ৭ বাউন্ডারির সাথে ৪ ছক্কায় ৭১ রানের দারুণ ইনিংস খেলে প্রভসিমরণ বিদায় নিলে ভাঙে সেই জুটি। এরপর আরও তিনটি উইকেট হারালেও, রুশোর ২৪ বলে ৩ চার ও ৪ ছক্কায় ৪৯ রানের ইনিংস এবং অধিনায়ক জিতেশ শর্মার ১৫ বলে ২টি করে চার ও ছক্কায় ৩২ রানের ইনিংসে ভর করে দুইশ পার করা বিশাল পুঁজি পায় পাঞ্জাব।
হায়দ্রাবাদের হয়ে থাঙ্গারাসু নটরাজ সর্বোচ্চ ২টি উইকেট লাভ করেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post