স্পোর্টস ডেস্ক:: ইংলিশ ক্রিকেটার হ্যারি ব্রুক দারুণ সময় কাটাচ্ছেন। মাত্র ২৪ বছর বয়সী এই ক্রিকেটার আবারো আইসিসির মাস সেরা ক্রিকেটারের পুরস্কার জিতেছেন। ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ফেব্রুয়ারি মাসের মাস সেরা ক্রিকেটার হিসেবে হ্যারি ব্রুকের নাম ঘোষণা করেছে।
ইংলিশ এই ক্রিকেটার এর আগে গত বছরের ডিসেম্বর মাসের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছিলেন। তিন মাসের মধ্যেই দু’বার সেরা ক্রিকেটারের পুরস্কার নিজের করে নিলেন হ্যারি ব্রুক।
সেরা হওয়ার দৌড়ে ছিলেন ভারতের রবীন্দ্র জাদেজা ও ওয়েস্ট ইন্ডিজের গুদাকেশ মোতি। এই দুই ক্রিকেটারকে পেছনে ফেলে সেরা হয়েছেন ইংলিশ ক্রিকেটার ব্রুক। গত মাসটি দুর্দান্ত কাটিয়েছেন এই ব্যাটার।
নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে স্বপ্নের মতো সময় কেটেছে ব্রুকের। দুই ফিফটির সঙ্গে একটি সেঞ্চুরিও করেন। অল্পের জন্য ”ডাবল সেঞ্চুরি” মিস করেন। ৮৯ ও ৫৪ রানের দু’টি ইনিংসের সঙ্গে ছিলো ১৮৬ রানের একটি ঝলমলে ইনিংস।
তিন মাসে দু’বার মাস সেরার পুরস্কার জিতে দারুণ খুশি হ্যারি ব্রুক বলেন, ‘তিন মাসের মধ্যে দুই দুইবার এই পুরস্কার জেতাটা আমার জন্য বিরাট সম্মানের। আমি ইংল্যান্ড দলে আমার সতীর্থ ও ম্যানেজম্যান্টকে ধন্যবাদ দিতে চাই। যারা আমাকে সবধরণের সমর্থন দিয়েছেন।”
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post