স্পোর্টস ডেস্ক:: বাফুফে ছেড়ে গেলেও এখনো সাফের সভাপতি কাজী সালাহউদ্দিন। তিনি আবারো দক্ষিণ এশিয়ার ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার সভাপতি হতে পারেন। সালাহউদ্দিনকে আবারো সভাপতি হওয়ার সুযোগ করে দিচ্ছে সাফই। সাফের গঠনতন্ত্রে আনা হয়েছে পরিবর্তন।
সাফের নিয়ম অনুযায়ী ৭০ বছরের বেশি বয়সী কেউ কোনো পদে প্রার্থী হতে পারবেন না। সালাহউদ্দিনের বয়স ৭২। সাফ বিশেষ সাধারণ সভা করে গঠনতন্ত্র সংশোধন করেছে। তুলে নিয়েছে বয়সের কোটা। এখন যে কোনো বয়সের কেউ প্রার্থী হতে পারবেন। শুক্রবার কলম্বোতের সাফের বিশেষ সাধারণ সভায় গঠনতন্ত্র সংশোধন অনুমোদন করা হয়েছে।
এর আগে ২০২২ সালে সাফের গঠনতন্ত্রে সংশোধন আনা হয়। ওই সংশোধনীর ৩১ অনুচ্ছেদের ৪ নম্বর ধারায় বলা আছে, নির্বাহী কমিটির যেকোনো পদে কেউ তিন মেয়াদ বা ১২ বছরের বেশি সময় থাকতে পারবেন না। নিয়মটি কার্যকর হয় ২০১৮ সালে। ফলে আগামি ২০২৬ নির্বাচনে সালাহউদ্দিন প্রার্থী হতে পারেন। বয়স ৭২ হয়ে যাওয়ায় বাধা ছিল বয়স, এখন সেটা উঠে গেছে।
তবে প্রার্থী হতে হলে সালাহউদ্দিনকে বাংলাদেশ ফুটবল ফেডারেশন থেকে মনোনয়ন নিতে হবে। বাফুফের বর্তমান সভাপতি তাবিথ আউয়ালের সাথে বেশ সখ্যতা আছে সালাহউদ্দিনের। ফুটবল সংশ্লিষ্ট অনেকেই বলছেন তাবিথ আউয়াল সালাহউদ্দিনকে মনোনয়ন দেবেন।
সাফের গঠনতন্ত্র সংশোধনের বিশেষ সভায় বাফুফের প্রতিনিধি হিসেবে অংশ নিয়ে ছিলেন বাফুফে সদস্য জাকির হোসেন চৌধুরী। তিনি জানিয়েছেন, সাফের সবাই সালাহউদ্দিনকেই চাচ্ছেন। ফলে সালাহউদ্দিনের আবারো সভাপতি হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।
জাকির হোসেন একটি গণমাধ্যমকে বলেন, ‘আমি ভুটান, শ্রীলঙ্কা, মালদ্বীপ, নেপালের সভাপতিদের সঙ্গে কথা বলেছি। সবাই ওনাকে (কাজী সালাহউদ্দিন) চাইছেন। সাফে ওনার যে গ্রহণযোগ্যতা, তাতে আবারও তিনি নির্বাচিত হতে পারেন। এএফসির সভাপতিও ওনার অনেক
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০