নিজস্ব প্রতিবেদকঃ ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) টানা অষ্টম জয় পেয়েছে আবাহনী লিমিটেড। শুক্রবার নিজেদের অষ্টম ম্যাচে আবাহনী ৫ উইকেটে হারিয়েছে লিজেন্ডস অব রূপগঞ্জকে। ফতুল্লার খান সাহেব ওসমান আলি স্টেডিয়ামে আগে ব্যাট করে ২৮৬ রানের চ্যালেঞ্জিং পুঁজি পায় রূপগঞ্জ। জবাবে নাইম শেখ-আফিফ হোসেনের ব্যাটে স্বস্তির জয় পায় আবাহনী।
৬২ বলে ৮০ রানের ম্যাচ জয়ী ইনিংস খেলেন আফিফ। ৮৫ বলে ৭৬ রানের ইনিংস খেলেছেন নাইম। দুর্দান্ত ফর্মে থাকা এনামুক হক বিজয় অবশ্য আজ বড় ইনিংস খেলতে পারেন নি। তবে জয় থামে নি আবাহনীর টানা জয়ে সুপার লিগ নিশ্চিত হয়েছে দলটির। ৮ ম্যাচের সবকটিতে জিতে পূর্ণ ১৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান আকাশী-নীলদের।
টস জিতে প্রথমে ব্যাট করতে নামে লিজেন্ডস অব রূপগঞ্জ। চিরাগ জানির ৫৪, সাব্বির রহমানের ৪৮, শেষদিকে সোহাগ গাজীর ঝড়ো ৪৮ রানের সুবাদে ২৮৬ রানের সংগ্রহ পায় তারা। ৩টি ছক্কায় ১৫ বলে ২৮ রান করেন অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা। গাজীর মাত্র ২০ বলের ইনিংসে ছিল ১টি চার ও ৫টি ছক্কা। ৩ ছক্কা ও ৪ চারে ৫৮ বলে ৪৮ রান করেন সাব্বির। জানির ৬৩ বলের ইনিংসে ছিল ৫ চার। আবাহনীর হয়ে বল হাতে পাকিস্তানী স্পিনার দানিশ আজিজ ৪ উইকেট নেন।
জবাবে ওপেনার এনামুল হক বিজয় ২৮ রানে ফিরলেও ৭৬ রানের নান্দনিক ইনিংস খেলেন নাইম। এরপর মিডল অর্ডারে ব্যাটাররা ব্যর্থ হলেও পঞ্চম উইকেটে অধিনায়ক মোসাদ্দেক হোসেনকে নিয়ে ৭৬ ও ষষ্ঠ উইকেটে মোহাম্মদ সাইফুদ্দিনকে নিয়ে অবিচ্ছিন্ন ৫৫ রান যোগ করে আবাহনীর জয় নিশ্চিত করেন আফিফ। দলকে জিতিয়ে তিনি পেয়েছেন ম্যাচ সেরার পুরষ্কার।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/১১০
Discussion about this post