স্পোর্টস ডেস্কঃ আজ থেকে শুরু হয়েছে ইমার্জিং এশিয়া কাপের আসর। প্রথম দিনই মুখোমুখি লড়াইয়ে নেমেছে স্বাগতিক শ্রীলঙ্কা ও বাংলাদেশ। কলম্বোতে অনুষ্ঠিত ম্যাচে আগে ব্যাট করতে নেমে পাহাড়সম সংগ্রহ পেয়েছে লঙ্কানরা। নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৩৪৯ রান করেছে দলটি। জিততে হলে বাংলাদেশকে তাই করতে হবে ৩৫০ রান। শ্রীলঙ্কার হয়ে সেঞ্চুরি হাঁকিয়েছেন আভিষ্কা ফার্নান্দো।
সিংহলিজ স্পোর্টস ক্লাবের মাঠে টস হেরে ব্যাট করতে নেমে উড়ন্ত শুরু পায় শ্রীলঙ্কা। উদ্বোধনী জুটি থেকে আসে ৫১ রান। আভিষ্কা ফার্নান্দোর সাথে লাসিথ ক্রুসপুল্লের সেই জুটি ভাঙে ৮ ওভারের একেবারে শেষ বলে। আগ্রাসী শুরু করা লাসিথ ২৮ বলে ৬ বাউন্ডারি ও ১ ছক্কার মারে ৩১ রান করে আউট হন।
এরপর দ্বিতীয় উইকেটে ১২৫ রানের দারুণ এক জুটি গড়েন আভিষ্কা ও মিনোদ ভানুকা। ৫৫ বলে ৪ বাউন্ডারি ও ৩ ছক্কায় ৫৭ রান করে আউট হন মিনোদ। এরপর উইকেটে এসে টিকতে পারেননি সাহান। তবে চতুর্থ উইকেটে ৭৫ রানের জুটি গড়েন পাসিন্দু সুরিয়াবান্দারা ও আভিষ্কা ফার্নান্দো। ৪৩ রান করে আউট হন পাসিন্দু।
দলীয় তিনশ পূরণের আগে থামেন আভিষ্কাও। তিনি ১৩৩ রানের দুর্দান্ত এক ইনিংস খেলে আউট হন। ১২৪ বলের সেই ইনিংসে হাঁকান ১৩ বাউন্ডারি ও ৩ ছক্কা। শেষ দিকে অ্যাশেন বান্দারার ৩৫ ও অধিনায়ক দুনিথ ওয়েলালাগের ৩১ রানের ঝড়ো ইনিংস ভর করে প্রায় সাড়ে তিনশ রানের বিশাল সংগ্রহ প্রায় লঙ্কানরা।
বাংলাদেশের হয়ে ১০ ওভারে ৭২ রান খরচায় রিপন মণ্ডল ৩ উইকেট পেয়ে দলের সেরা বোলার। এছাড়া ৫ ওভার বোলিং করে ৫২ রান খরচ করে ৩ উইকেট শিকার করেছেন সৌম্য সরকার।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post