স্পোর্টস ডেস্কঃ ম্যাচের ১৭ সেকেন্ডে গোল খেয়েও শেষ পর্যন্ত জয় নিয়েই মাঠ ছাড়ল বার্সেলোনা। লা লিগায় গত রাতে কাতালান ক্লাবটির মাঠে ম্যাচ শুরুর মিনিট না ঘুরতেই গোল পেয়ে যায় আলাভেজ। এরপর জোড়া গোল করেন বার্সা তারকা রবার্ত লেভানডফস্কি। শেষ পর্যন্ত ২-১ গোলের জয়ে মাঠ ছাড়ে জাভি হার্নান্দেজের দল।
বার্সেলোনা অলিম্পিক স্টেডিয়ামে ম্যাচ শুরু হতে না হতেই গোল খেয়ে বসে বার্সেলোনা। আলাভেজের একজন মাঝমাঠ থেকে বল নিয়ে এগিয়ে বক্সের ভেতর বাঁ দিকে বাড়ান জাভি লোপেজকে। তার পাসে ছয় গজ বক্সের মুখ থেকে ঠিকানা খুঁজে নেন সামু ওমোরোডিয়ন।
দ্বিতীয়ার্ধের অষ্টম মিনিটে লেভার চমৎকার গোলে সমতায় ফেরে বার্সেলোনা। ডান দিক থেকে জুল কুন্দের ক্রসে বক্সে হেডে ঠিকানা খুঁজে নেন পোলিশ স্ট্রাইকার। এরপর সফরকারীদের ওপর চাপ ধরে রেখে খেলতে থাকে জাভির দল। ৭৮তম মিনিটে পেয়ে যায় দ্বিতীয় গোলটি।
সফল স্পট কিকে দলকে এগিয়ে নেন লেভা। ম্যাচ শেষে বার্সেলোনা কোচ অকপটে স্বীকার করে নিয়েছেন, এ মুহূর্তে সেরা ছন্দে নেই তার দল। উন্নতির জায়গা আছে অনেক। জাভি বলেন, ‘পজেশনের দিক থেকে আমরা বাজে ছিলাম না, কিন্তু আমরা বল হারানো এবং পালাবদলের সময় ভুগেছি, বিশেষ করে সামুকে সামলানোর ক্ষেত্রে।’
জাভি আরও বলেন, ‘আমরা আমাদের সেরা সময়ের মধ্যে নেই, কিন্তু ম্যাচ জেতার এবং এগিয়ে যাওয়ার মতো স্পিরিট দেখিয়েছি আমরা। আমি নিশ্চিত, আমরা উন্নতি করব। খুবই ইতিবাচক আছি আমি। আজ আমাদের খেলায় মাঝেমধ্যে উন্নতির ছাপ দেখা গেছে। আমাদের চিন্তা করার কিছু নেই।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post