স্পোর্টস ডেস্কঃ মার্কিন মুলুকে প্রথমবারের মতো মাঠে গড়াচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। সেখানে কেমন করবে বাংলাদেশ দল, সেই নিয়ে চলছে জোর আলোচনা। কারণ, বিশ্বকাপের প্রস্তুতি মোটেও ভালো হয়নি টাইগারদের। যুক্তরাষ্ট্রের কাছে সিরিজ হারের পর, ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচেও শোচনীয় পরাজয়, টপ অর্ডারদের ব্যর্থতা সব মিলিয়ে সুখকর পরিস্থিতিতে নেই বাংলাদেশ।
সেখানে এবার যোগ হয়েছে অব্যবস্থাপনাও। বেশিরভাগ দলই যুক্তরাষ্ট্রে অনুশীলন ও অন্যান্য সুযোগ-সুবিধা নিয়ে অসুন্তুষ্টির কথা জানিয়েছে। বাংলাদেশ দলও ঝড়-বৃষ্টিসহ বিভিন্ন কারণে পর্যাপ্ত অনুশীলন সুযোগ-সুবিধা পায়নি। আবার ক্রিকেটাররাও ঐচ্ছিক অনুশীলনে যোগ দিচ্ছেন না। সব মিলিয়েই খুব ভালো সময় কাটছে না বাংলাদেশের জন্য।
তবে এসবের উত্তর দিয়েছেন টাইগারদের সহ-অধিনায়ক তাসকিন আহমেদ। মঙ্গলবার গণমাধ্যমের মুখোমুখি হয়ে জানিয়েছেন, যদি একটা ম্যাচ জিততে পারেন তারা, তাহলে সব কিছু ঠিক হয়ে যাবে। নিজেদের উন্নতি নিয়ে কাজ করছেন তারা। অনুশীলনের সুযোগ নিয়েও কথা বলেছেন এই পেসার।
তাসকিন আহমেদ বলেন, ‘শুধু আমরা না। আবহাওয়ার কারণে সব দলই সেভাবে অনুশীলন করার সুযোগ পায়নি। বৃষ্টির কারণে মাঠ ভেজা ছিল বা সুযোগ-সুবিধা তুলনামূলক কম ছিল। যুক্তরাষ্ট্রে যেহেতু নতুন ক্রিকেট হচ্ছে, আর মানসিক অবস্থা ঠিক আছে… হ্যাঁ, হেরে একটু মোরালি ডাউন ছিলাম।’
তাসকিন আরও বলেন, ‘কিন্তু আসলে আমরা যদি জিততে পারি, তাহলে সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা আমাদের উন্নতি নিয়ে কাজ করে যাচ্ছি। আশাবাদী যে জিতলেই সবকিছু ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post