স্পোর্টস ডেস্কঃ বড় হারে বিশ্বকাপ শুরু হলো ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ডের। বৃহস্পতিবার ভারত বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে পাত্তাই পেলো না জস বাটলারের দল। আহমেদাবাদে নিউজিল্যান্ডের বিপক্ষে ৯ উইকেটে হেরেছে তারা। অথচ এই ম্যাচে পরিস্কার ফেবারিট হিসেবেই ধরা হয়েছিল ইংলিশদের।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে বাটলার বলেছেন, ইংল্যান্ড দলের কেউ রোবট না! তিনি বলেন ‘ওহ্ না, আমরা তো রোবট নই। মাঝে মাঝে আপনি যেভাবে চাইবেন, সেভাবে খেলতে পারবেন না। সবাই কঠোর পরিশ্রম করছে, সবার প্রস্তুতি ভালো। তবে আমরা একটু নিষ্প্রভ ছিলাম। আন্তর্জাতিক ক্রিকেটে যখন আপনি একটু পিছিয়ে থাকবেন আর প্রতিপক্ষ অনেক ভালো খেলবে, আপনি ম্যাচ হারবেন।’
বাটলার আরও বলেন, ‘আমাদের অনেক কাজ করার আছে, দীর্ঘ একটি টুর্নামেন্টে আরও ভালো করার সুযোগ আছে। যেমনটি বললাম, এটি একটি হার মাত্র। আমরা পরের ম্যাচে ভালো করব। এই পিচ (ফ্লাড) লাইটের আলোয় আরও ভালো ব্যাটিং সহায়ক হয়। আমাদের কিছু শট ঠিকই ছিল তবে ঠিক মতো না হওয়ায় ব্যাটসম্যানরা আউট হয়েছে।’
নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আগে ব্যাট করে ২৮২ রান করে ইংল্যান্ড। রান তাড়ায় ডেভন কনওয়ে ও রাচিন রবীন্দ্রের রেকর্ডগড়া জুটিতে ৯ উইকেটের জয় পায় নিউজিল্যান্ড। তাসমান সাগরপাড়ের দেশটির দুই বাঁহাতি ব্যাটারের সেঞ্চুরিতে ৮২ বল হাতে রেখে জয় পায় তারা। কনওয়ে খেলেন ১২১ বলে ১৫২ রানের বিধ্বংসী ইনিংস। এই ব্যাটার ১৯টি চার ও তিনটি ছক্কা হাঁকান। রবীন্দ্র ১২৩ রানের হার না মানা ইনিংস খেলেন ৯৬ বলে ১১টি চার ও পাঁচটি ছক্কায়।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post