স্পোর্টস ডেস্কঃ লা লিগা শিরোপার একেবারে কাছে চলে গিয়েছে বার্সেলোনা। শিরোপা থেকে হাত ছোঁয়া দূরত্বে এখন দলটি। সবশেষ বুধবার রাতে ওসাসুনাকে হারায় কাতালানরা। একই রাতে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে হেরে যায় রিয়াল মাদ্রিদ। তাই লিগ পুনরোদ্ধার করতে বাকি থাকা শেষ পাঁচ ম্যাচে বার্সার প্রয়োজন আর মাত্র এক জয় কিংবা রিয়ালের এক হার।
আর এটা হলেই ফের লা লিগার শিরোপা জিতবে বার্সেলোনা। অবশ্য দিন কয়েক আগেও ছন্দপতন হয়েছিল বার্সার পারফর্ম্যান্সে। ৫ ম্যাচ খেলে মাত্র ২টি ম্যাচে জয় পেয়েছিল। যদিও এসময় রিয়ালসহ বাকি দলগুলোর ব্যর্থতায় ব্যবধান বড়ই ছিল পয়েন্ট টেবিলে। একইসাথে পুনরায় ফর্মে ফিরে আসে বার্সেলোনা। টানা দুই ম্যাচে তুলে নেয় জয়।
শিরোপার কাজটা একেবারে প্রায় শেষ করে ফেলেছেন বলে স্বস্তির নিঃশ্বাস কোচ জাভি হার্নান্দেজের। বেশ কিছুদিনই দলকে কঠোর অবস্থানে রাখছিলেন। বলার অপেক্ষা রাখে শিরোপা নাগালে না আসা পর্যন্ত লক্ষ্যভ্রষ্ট হওয়া যাবে না, এজন্যই নিশ্চিত হতে পারছিলেন না।
শিরোপা হাতছোঁয়া দূরত্বে থাকা প্রসঙ্গে জাভি বলেন, ‘লিগ এখন প্রায় শেষ। আমরা লক্ষ্যের কাছে পৌঁছে গেছি। ভায়েকানোর কাছে হারের পর টানা দুই ম্যাচের ৬ পয়েন্ট কাজে দিয়েছে, আমাদেরকে এগিয়ে নিয়েছে। এখনও আমরা অপেক্ষায় থাকব ও দেখব। তবে শিরোপার পথে আরেকটি বড় পদক্ষেপ এই জয়।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post