স্পোর্টস ডেস্কঃ বড় জয়ে বিশ্বকাপে সেমিফাইনালের আশা জিইয়ে রাখল আফগানিস্তান। শুক্রবার নেদারল্যান্ডসের বিপক্ষে ৭ উইকেটের বড় জয় পেয়েছে তারা। লখনৌতে আগে ব্যাট করে ১৭৯ রানে অলআউট হয়ে যায় ডাচরা। রান তাড়ায় রহমত শাহ ও হাশমাতউল্লাহ শহিদীর ফিফটিতে স্বস্তির জয় পায় আফগানরা।
ম্যাচ শেষে আফগান অধিনায়ক শহিদী বলেন, ‘আমরা সর্বোচ্চ চেষ্টা করবো সেমিফাইনালে ওঠার। যদি আমরা খেলতে পারি তা হবে আমাদের জন্য সবচেয়ে বড় অর্জন। আমরা বোলিংয়ের পাশাপাশি দুর্দান্তভাবে রান তাড়া করে জিতেছি। আমরা তৃতীয়বারের মত রান তাড়া করে জিতেছি। আমরা বিশ্বকাপে প্রতিপক্ষ বাছাই করে খেলছি। পরিস্থিতি বুঝে খেলেই আমরা সফল হয়েছি।’
এই ম্যাচে তিন উইকেট নিয়ে ম্যান অফ দ্যা ম্যাচ হয়েছেন স্পিন অলরাউন্ডার মোহাম্মদ নবি। তার প্রশংসা করে শহিদি বলেন, ‘সে আমাদের জন্য বিশেষ একজন ক্রিকেটার। যখনই দলের প্রয়োজন হয়েছে তখনই সে আমাদের সাহায্য করেছে।’ ম্যাচসেরা পুরস্কার নেওয়ার সময় নবি বলেন, ‘আমি শুধুমাত্র লাইন এবং লেংথের দিকে নজর রাখছিলাম। লক্ষ্য ছিল বেশি বেশি ডট বল করা। লাইন-লেংথ ধরে রেখে বলে বৈচিত্র আনার দিকেই ছিল পুরো মনোযোগ। এ ধরনের পিচে বলে বৈচিত্র আনা যায়, যা আমাদের উইকেট পেতে সহায়তা করেছে। যদিও এখনও নিজের ফিটনেস নিয়ে কাজ করছি, রিহ্যাব এবং ডায়েটও চলছে সমান তালে।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post